ব্যাটে বলে হল না। তবু এক বলে উঠল ৬ রান। এমনই মজার ঘটনা ঘটেছে একটি ক্রিকেট ম্যাচে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড কেটলবোরো।
সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, অফ স্টাম্পের বাইরে একটা খাটো লেংথের বল পুল করার চেষ্টা করেন ব্যাটার। ব্যাট-বলে সংযোগ হয়নি। বল চলে যায় উইকেটরক্ষকের কাছে। সেই সুযোগে দ্রুত দৌড়ে এক রান নিয়ে নেন দুই ব্যাটার। উইকেটরক্ষক রান আউট করার জন্য উইকেট লক্ষ্য করে বল ছোড়েন। উইকেট ভাঙলেও রান আউট হননি কেউ। বলটা ২২ গজের মধ্যে পড়ে থাকলেও ফিল্ডিং করা দলের কেউ তুলতে যাচ্ছেন না দেখে দৌড়ে আবার এক রান নিয়ে নেন দুই ব্যাটার। বোলার গিয়ে বল তুলতে তুলতে আরও এক রানের জন্য দৌড়তে শুরু করেন দুই ব্যাটার। বোলার বল তুলে ছোড়েন নন স্ট্রাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে। বল উইকেটে না লাগায় এ বারও আউট হননি কেউ। বল লং অফের দিকে চলে যাওয়ায় দৌড়ে চতুর্থ রানও নিয়ে নেন দুই ব্যাটার। ফিল্ডারের কাছ থেকে বল পেয়ে উইকেটরক্ষক আবার উইকেটে মারলেও রান আউট করতে পারেননি। সেই সুযোগে পঞ্চম রানও নিয়ে নেন দুই ব্যাটার।
এর পর ঘটে সবচেয়ে মজার ঘটনা। ফিল্ডারেরা চাপে পড়ে গিয়েছেন দেখে নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটার ষষ্ঠ রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন। তিনি প্রায় অন্য প্রান্তে চলে যাওয়ার পর দৌড় শুরু করেন তাঁর সতীর্থ। তাঁকে আউট করতে চেয়ে নন স্ট্রাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে বল ছোড়েন উইকেটরক্ষক। এ বারও বল উইকেটে লাগেনি।
আরও পড়ুন:
সব মিলিয়ে চার বার রান আউটের সুযোগ নষ্ট করে ফিল্ডিং করা দল। ব্যাটে-বলে না হলেও দৌড়ে ৬ রান নিয়ে নেন দুই ব্যাটার। এই ভিডিয়োর সঙ্গে কেটলবোরো লিখেছেন, ‘‘ক্রিকেটের ইতিহাসে প্রথম বার। এক বলে ৬ রান হল। চার বার রান আউটের সুযোগ নষ্ট হল। অথচ ব্যাটে-বলে হল না!’’ ম্যাচটা কোথায় হয়েছে, তা লেখেননি কেটলবোরো।