রোস্টন চেজের দলের হয়ে মাঠে নামলেন ব্রায়ান লারা। বিশেষ অনুরোধ করলেন যশস্বী জয়সওয়ালকে। রসিকতার ছলে চেষ্টা করলেন ওয়েস্ট ইন্ডিজ়ের লজ্জা যতটা সম্ভব কমানোর।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট দেখতে এসেছেন লারা, ভিভ রিচার্ডসেরা। দর্শকাসনে থাকা দুই প্রাক্তনের হতাশা বেশ কয়েক বার ধরা পড়েছে টেলিভিশন ক্যামেরায়। তাঁদের আলোচনায় বার বার উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারদের শট নির্বাচনে দুর্বলতার কথা। কখনও কখনও দেখা গিয়েছে, হাতের মুদ্রায় লারা দেখাচ্ছেন কী শট খেলা উচিত ছিল। নিজের দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে হতাশ হলেও যশস্বীর ১৭৫ রানের ইনিংস মুগ্ধ করেছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন অধিনায়ককে।
রবিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে। তাতে দেখা যাচ্ছে, শনিবার খেলার শেষে তরুণ বাঁহাতি ওপেনারকে ১৭৫ রানের ইনিংসের জন্য অভিনন্দন জানাচ্ছেন লারা। লারাকে দেখে যশস্বী হেসে তাঁর দিকে এগিয়ে যান। বলেন, ‘‘স্যর কেমন আছেন?’’ লারা বলেন, ‘‘খারাপ নয়। আমি ভালই আছি।’’ যশস্বী আবার বলেন, ‘‘স্যর আপনি ভাল আছেন তো?’’ এর পর লারা বলেন, ‘‘দয়া কে তুমি আমাদের বোলারদের এত খারাপ ভাবে মেরো না।’’ উত্তরের যশস্বী বলেন, ‘‘না, ঠিক আছে। আমি শুধু চেষ্টা করছি।’’
আরও পড়ুন:
ব্যাটারদের মতো ভারতের পিচে ওয়েস্ট ইন্ডিজ়ের বোলারদের অবস্থাও খারাপ। উইকেট তো তুলতেই পারছেন না। তার উপর প্রচুর রানও দিয়ে ফেলছেন। ভারতীয় যশস্বীরা ব্যাট করছেন সাবলীল ভাবে।