Advertisement
E-Paper

এক ওভারে হ্যাটট্রিক-সহ ৪ উইকেট চহলের, কারেনের ব্যাটে চেন্নাই তুলল ১৯০

টসের সময় চেন্নাইয়ের পিচ নিয়ে অসন্তোষের কথা আরও এক বার জানিয়ে দেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর সেই কথার প্রতিফলন দেখা গেল দলের ইনিংসেও। মান বাঁচালেন সাম ক্যারেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৩২
picture of CSK

যুজবেন্দ্র চহল। ছবি: বিসিসিআই।

প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০ উইকেটে ১৯০ রান তুলল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ব্যাট করার সুবিধা অবশ্য কাজে লাগাতে পারেননি চেন্নাইয়ের দুই ওপেনার। দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিলেন সাম কারেন। চেন্নাইয়ের ইনিংসের ১৯তম ওভারে বল করতে এসে হ্যাটট্রিক-সহ ৪ উইকেট নিয়ে নায়ক যুজবেন্দ্র চহাল।

টসের সময়ই চেন্নাইয়ের পিচ নিয়ে অসন্তোষের কথা আরও এক বার জানিয়ে দেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর সেই কথার প্রতিফলন দেখা গেল দলের ইনিংসেও। ব্যর্থ হন দুই ওপেনার শাইক রশিদ (১১) এবং আয়ূষ মাত্রে (৭)। চার নম্বরে নেমে রান পেলেন না রবীন্দ্র জাডেজাও (১৭)। দলের হাল ধরেন তিন নম্বরে নামা কারেন। তাঁকে কিছুটা সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি করেন ২৬ বলে ৩২ রান। চতুর্থ উইকেটের জুটিতে তাঁরা তোলেন ৭৮ রান। এই জুটিই মূলত লড়াই করার মতো রানে পৌঁছে দিল চেন্নাইকে। কারেনের ব্যাট থেকে এল ৪৭ বলে ৮৮ রান। মারলেন ৯টি চার এবং ৪টি ছক্কা। ধোনি করলেন ৪ বলে ১১।

একটা সময় মনে হচ্ছিল চেন্নাই ২১০-২১৫ রান তুলে দেবে। তা হতে দিলেন না চহাল। নিজের শেষ ওভারে চারটি উইকেট তুলে নিলেন তিনি। দ্বিতীয় বলে আউট করেন ধোনিকে। তার পর চতুর্থ থেকে ষষ্ঠ বলে পর পর সাজঘরে ফেরান দীপক হুডা, অনশুল কম্বোজ এবং নুর আহমেদকে। এ বারের আইপিএলে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করলেন চহল।

৩২ রানে ৪ উইকেট চহলের। পঞ্জাবের অন্য বোলারদের মধ্যে মার্কো জানসেন ৩০ রানে ২ উইকেট নিলেন।আজ়মতুল্লা ওমরজ়াইয়ের ৩৯ রানে ১ উইকেট। আরশদীপ সিংহ নিলেন ২১ রান ১ উইকেট। হরপ্রীত ব্রার ২১ রান খরচ করে নিলেন ১ উইকেট।

CSK Punjab Kings Sam Curran
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy