চেন্নাই সুপার কিংস দল। —ফাইল চিত্র।
শেষ দিন ৩১ অক্টোবর। মঙ্গলবার রাতেই চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ জানিয়ে দিলেন কোন পাঁচ জন ক্রিকেটারকে তাঁরা ধরে রাখতে চলেছেন। সরাসরি নাম ঘোষণা করা হয়নি। সমাজমাধ্যমে ৩০টি ইমোজি ব্যবহার করে পাঁচ ক্রিকেটারের নাম বুঝিয়েছেন সিএসকে কর্তৃপক্ষ।
সিএসকে কর্তৃপক্ষ ক্রিকেটপ্রেমীদের জন্য ধাঁধা তৈরি করেছেন। ধাঁধার সমাধান করতে পারলেই উত্তর পেয়ে যাবেন ক্রিকেটপ্রেমীরা। তিনটি নাম নিয়ে ক্রিকেটপ্রেমীরা এক রকম নিশ্চিত। মহেন্দ্র সিংহ ধোনি, রুতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাডেজা। মনে করা হচ্ছে, হেলিকপ্টারের ইমোজি ব্যবহার করা হয়েছে ধোনির জন্য। ঘোড়া এবং তলোয়ারের ইমোজি দেখে মনে করা হচ্ছে, আগামী তিন বছর জাডেজাও থাকবেন চেন্নাইয়ে। আগুন এবং তারার ইমোজি রুতুরাজের জন্য ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও কিছু নাম নিয়ে জল্পনা চলছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিউয়ি ফলের ইমোজি দেখে ধারনা করা হচ্ছে, রাচিন রবীন্দ্রকেও রেখে দিতে চাইছেন সিএসকে কর্তৃপক্ষ। রকেট এবং লক্ষ্যের ইমোজির মাধ্যমে মাতিসা পাতিরানার কথা বোঝানো হতে পারে। আবার শক্তি এবং অ্যাঙ্করের ইমোজির মাধ্যমে শিবম দুবেকে চিহ্নিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ধোনি, রুতুরাজ, জাডেজা, রাচিন, পাতিরানা, দুবে —এই ছ’জন ছাড়া আরও কয়েক জন ক্রিকেটারও রয়েছেন ক্রিকেটপ্রেমীদের আলোচনায়।
আগামী বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে অবশ্য সব কিছু পরিষ্কার হয়ে যাবে। সে দিনই আইপিএলের সব দলকে জানিয়ে দিতে হবে গত বছরের দলে থাকা কোন পাঁচ জন ক্রিকেটারকে তারা আগামী তিন বছরও রেখে দেবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy