ক্রিস ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ করতে গিয়ে ডান পায়ে চোট পেয়েছেন ঋষভ পন্থ। তাঁর পায়ের পাতার হাড় ভেঙে গিয়েছে। ভাঙা পা নিয়ে বৃহস্পতিবার কোনও রকমে ব্যাট করলেও উইকেট রক্ষা করতে পারছেন না পন্থ। ভারতের সহ-অধিনায়ককে প্রায় ছ’মাসের জন্য মাঠ থেকে ছিটকে দেওয়া বল নিয়ে মুখ খুলেছেন ওকস।
ঘটনার এক দিন পর বৃহস্পতিবার ভারত-ইংল্যান্ড সিরিজ়ের সম্প্রচারকারী চ্যানেলে ওকস বলেছেন, ‘‘পন্থকে একদম ভরসা করা যায় না। কী করতে পারে, কিছুই বোঝা যায় না। তবে মাঝেমাঝে মনে হয়, ও কিছু একটা করবে। পাঁচ-ছ’টা বল টানা সাধারণ ভাবে খেলেছিল পন্থ। মনে হয়েছিল, কিছু একটা করার চেষ্টা করবে। তাই বলে ও যে রিভার্স সুইপ করার চেষ্টা করবে, সেটা আমার মাথাতেই আসেনি। মনে হচ্ছিল, আমার ওই বলটায় রান করার চেষ্টা করবে। বড় শট আটকানোর কথা ভাবছিলাম। তাই স্লোয়ার করার চেষ্টা করেছিলাম। কিন্তু বলটা ফুলটস হয়ে গেল। একদম পন্থের পায়ে গিয়ে পড়ল! ইয়র্কার করার কোনও পরিকল্পনা ছিল না আমার। শুধু বলের গতি কমিয়ে দিতে চেয়েছিলাম।’’ ওকস অকপটে মেনে নিয়েছেন, পরিকল্পনামতো বল করতে পারেননি। অথচ তাতেই ঘটে গিয়েছে বিপত্তি।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, পন্থের মেটাটারসাল (গোড়ালি থেকে পায়ের আঙুলের মাঝখানে অবস্থিত লম্বা পাঁচটি হাড়) ভেঙে গিয়েছে। ভাঙা পা নিয়েই বৃহস্পতিবার ব্যাট করেছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। উইকেট রক্ষা করতে পারছেন না। খেলতে পারবেন না ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টও। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ছ’সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে পন্থকে।