উইকেট পাওয়ার পর তাঁর উৎসবের ধরন শিখর ধবনের মতো। ভারতীয় ব্যাটারকেই নকল করেন পাকিস্তানের স্পিনার সাজিদ খান। সাজিদের উৎসবের ধরন দেখে এমনই বলেন ক্রিকেটপ্রেমীরা। পাক স্পিনার অবশ্য ক্রিকেটপ্রেমীদের এই দাবি উড়িয়ে দিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ১৬ জনের টেস্ট দলে জায়গা পেয়েছেন সাজিদ। ধবনের উৎসবের সঙ্গে তাঁর উৎসবের তুলনা মোটেই পছন্দ নয় তাঁর। সাজিদের দাবি, তিনি কখনোই ভারতীয় ব্যাটারের থেকে অনুপ্রাণিত হয়ে উৎসব করেন না। তিনি স্কুল জীবন থেকেই এ ভাবে উৎসব করতে অভ্যস্ত। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন উৎসবের জন্য তাঁকে শাস্তির মুখে পড়তে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।