Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sunil Gavaskar

Sunil Gavaskar: পুজারা-রহাণের বাদ যাওয়া প্রত্যাশিতই ছিল, কে বললেন এমন কথা

রঞ্জি ট্রফিতে রহাণে শতরান করলেও খাতা খুলতে পারেননি পুজারা। দুই ব্যাটারকেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

অজিঙ্ক রহাণে এবং চেতেশ্বর পুজারা।

অজিঙ্ক রহাণে এবং চেতেশ্বর পুজারা। —ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪০
Share: Save:

দীর্ঘ দিন ধরেই রান পাচ্ছিলেন না চেতেশ্বর পুজারা এবং অজিঙ্ক রহাণে। প্রশ্ন উঠছিল তাঁদের দলে থাকা নিয়ে। কেন তাঁদের বাদ দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন ক্রমশই জোরাল হচ্ছিল। এই দু’জনের বাদ পড়ায় বিস্মিত নন সুনীল গাওস্কর।

গাওস্কর ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত সমর্থন করে বলেছেন, ‘‘এটা প্রত্যাশিতই ছিল। দক্ষিণ আফ্রিকার তিনটি টেস্টের একটাতেও যদি ওরা শতরান করত বা অন্তত ৮০-৯০ রানের ইনিংসও খেলত, তা হলে অন্য রকম হতে পারত। অজিঙ্ক রহাণে একটা আকর্ষণীয় ইনিংস খেলেছে ঠিকই। কিন্তু সেটা ছাড়া কেউই প্রত্যাশা মতো যথেষ্ট রান করতে পারেনি। বিশেষ করে যখন দলের রান দরকার ছিল।’’

রঞ্জিতে ভাল পারফরম্যান্স করলে জাতীয় দলে তাঁরা আবার সুযোগ পেতে পারেন বলে জানানো হয়েছে নির্বাচকদের তরফে। পুজারা এবং রহাণের মতো অভিজ্ঞ ব্যাটাররা ছন্দে থাকলে টেস্টের প্রথম একাদশে জায়গা পাওয়া কঠিন নয় এখনও। গাওস্করও তেমনই মনে করেন। দুই ক্রিকেটারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘‘ওরা ফিরতেই পারে। কেন নয়? ওরা যদি চেনা ছন্দে ফিরতে পারে, রঞ্জির প্রতি ইনিংসে ২০০-২৫০ রান করতে পারে, তা হলে তো ফেরাতেই হবে।’’

গাওস্কর অবশ্য পাশাপাশি মনে করছেন, সেরা সময় পিছনে ফেলে এসেছেন পুজারা, রহাণেরা। তাঁর মতে, ‘‘ওরা এখন মধ্য তিরিশে। দু’টো ফাঁকা জায়গায় তরুণদের সুযোগ দেওয়াই উচিত। তরুণরা সুযোগ কাজে লাগাতে পারলে কিন্তু ওদের ফেরা কঠিন হয়ে যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE