রহস্যমৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারার শ্যালক জিৎ পাবারির। গুজরাতের রাজকোটে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে জিতের দেহ। পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে জিতের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মালবীয়নগর থানার পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে বোঝা যাবে, ঠিক কী ভাবে মত্যু হয়েছে তাঁর।
পুলিশ সূত্রে খবর, ঠিক এক বছর আগে জিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন তাঁর প্রাক্তন বাগ্দত্তা। সেই মামলা এখনও চলছে। তার জেরেই মানসিক অবসাদ থেকে জিৎ আত্মঘাতী হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। জিতের প্রাক্তন বাগ্দত্তার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে জোর করে যৌনসঙ্গম করেছিলেন জিৎ। বাগ্দানের পরেও নাকি তাঁকে মারধর করতেন জিৎ। তাই বাগ্দান ভেঙে বেরিয়ে আসেন তিনি। তার পরে অভিযোগ করেন থানায়। এই ঘটনায় এখনও পর্যন্ত পুজারা কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন:
২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় দলে খেলেছেন পুজারা। ভারতের হয়ে ১০৩ টেস্ট ও পাঁচটি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ৭১৯৫ রান করেছেন পুজারা। এক দিনের ক্রিকেটে করেছেন ৫১ রান। লাল বলের ক্রিকেটে ১৯ শতরান ও ৩৫ অর্ধশতরান রয়েছে তাঁর। রাহুল দ্রাবিড়ের পর ভারতের টেস্ট দলে তিন নম্বর জায়গা নিজের করে নিয়েছিলেন পুজারা। প্রথম শ্রেণির ম্যাচে ২১,৩০১ রানের মালিক তিনি। ৬৬ শতরান ও ৮১ অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তবে ২০২৩ সালের পর থেকে আর ভারতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না পুজারা। ফলে ২০২৫ সালের ২৪ অগস্ট সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এখন ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যায় পুজারাকে।