আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার পর বিদেশের লিগে খেলতে কোনও সমস্যা নেই রবিচন্দ্রন অশ্বিনের। ইতিমধ্যেই দুই দেশের লিগে কথা হয়েছে তাঁর। জানা গিয়েছে, একই সঙ্গে দুই আলাদা দেশের লিগে খেলতে পারেন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও সংযুক্ত আরব আমিরশাহির ইন্টারন্যাশনাল টি২০-তে খেলতে পারেন তিনি।
ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল টি২০-র নিলামের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। ১ অক্টোবর হবে সেই নিলাম। তা ছাড়া বিগ ব্যাশ লিগে অন্তত চারটি দল অশ্বিনকে নিতে আগ্রহ দেখিয়েছে। সেগুলি হল, সিডনি থান্ডার, সিডনি সিক্সার্স, হোবার্ট হারিকেনস ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। ফলে দু’টি লিগেই অশ্বিনের খেলার সম্ভাবনা রয়েছে।
তবে অশ্বিন যদি দু’টি লিগেই খেলেন, তা হলে একই সঙ্গে দুই দেশে খেলতে হবে তাঁকে। ২ ডিসেম্বর থেকে শুরু হবে ইন্টারন্যাশনাল টি২০। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। অন্য দিকে ১৪ ডিসেম্বর থেকে শুরু বিগ ব্যাশ। ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সেই লিগ। অর্থাৎ, বিগ ব্যাশ যখন শুরু হবে তখনও ইন্টারন্যাশনাল টি২০ চলবে।
আরও পড়ুন:
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া সফর চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার পরে আইপিএলকে বিদায় জানিয়েছেন তিনি। তখনই অশ্বিন জানিয়েছিলেন, এখনও ক্রিকেট তাঁর মধ্যে বেঁচে রয়েছে। বোঝা যাচ্ছিল, এ বার বিদেশের লিগে খেলার লক্ষ্যে থাকবেন তিনি। সেটাই হতে চলেছে। অবশ্য তার আগে ৭ থেকে ৯ নভেম্বর হংকং সিক্সেস প্রতিযোগিতায় ভারতের হয়ে খেলবেন অশ্বিন।