পড়শি দেশের প্রাক্তন ক্রিকেটারকে কোচ করে আনল অস্ট্রেলিয়া। মঙ্গলবার সে দেশের ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি অস্ট্রেলিয়ার নতুন সহকারি কোচ হচ্ছেন। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সাহায্য করবেন তিনি।
ম্যাকডোনাল্ডের সঙ্গে ভেট্টোরির বন্ধুত্ব অনেক আগে থেকেই। বিরাট কোহলীর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এর আগে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। ভেট্টোরি আরসিবি-তে খেলার পাশাপাশি কোচও ছিলেন। পুরনো সেই জুটিই আবার অস্ট্রেলিয়া দলে দেখা যেতে চলেছে। নতুন দায়িত্ব নিয়ে ভেট্টরি বলেছেন, “খুব শক্তিশালী এবং ঐক্যবদ্ধ একটা দল আমার হাতে রয়েছে। আশা করি আমরা সাফল্য পাব।”