আগামী বছর আবার আইপিএলে দেখা যাবে এবি ডিভিলিয়ার্সকে। ২০২১ সালে আইপিএল থেকে অবসর নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার নিজেই জানিয়েছেন এ কথা। কিন্তু কোন ভূমিকায় আইপিএলে ফিরবেন তা জানাননি ডিভিলিয়ার্স।
আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালে়ঞ্জার্স ব্যাঙ্গালোরের হয় দীর্ঘ দিন খেলেছেন ডিভিলিয়ার্স। চলতি মরসুমেই বেঙ্গালুরু তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়ে তাঁকে সম্মানিত করেছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্রিস গেলের সঙ্গেই ডিভিলিয়ার্সকে দেওয়া হয়েছে হল অব ফেম। সে সময়ই বিরাট কোহলী ইঙ্গিত দেন, আগামী বছর আইপিএলে আবার দেখা যাবে ডিভিলিয়ার্সকে।
দীর্ঘ দিন আইপিএলের এক দলে খেলার সুবাদে কোহলী এবং ডিবিলিয়ার্স ঘনিষ্ঠ বন্ধু। ডিভিলিয়ার্স বলেছেন, ‘‘কোহলী নিশ্চিত করেছে জেনে ভাল লাগছে। কিন্তু সত্যি বলতে আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারিনি। তবে এটা ঠিক আগামী বছর আইপিএলে আমি ওদের সঙ্গে থাকব। আমার ভূমিকা কী হবে জানি না। আইপিএল আবহের অভাব ভীষণ ভাবে অনুভব করছি।’’