আইপিএলের মাঝেই রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের জন্য দল ঘোষণা করে দিল মুম্বই। নকআউটে মুম্বই দলের নেতৃত্ব দেবেন পৃথ্বী শ। আগামী ৬ জুন থেকে বেঙ্গালুরুতে নকআউট পর্বের ম্যাচ শুরু হতে চলেছে। মুম্বই খেলবে উত্তরাখণ্ডের বিপক্ষে।
সোমবার ২১ জনের দল বেছে নেওয়া হয়েছে। সেই দলে নেই অজিঙ্ক রহাণে। তাঁর চোট রয়েছে। পাশাপাশি আইপিএলেও আহামরি কিছু করে দেখাতে পারেননি। নেওয়া হয়েছে সরফরাজ খানকে। কারণ দিল্লি ক্যাপিটালসের হয়ে এ বার ভাল খেলেছেন তিনি। দুই তরুণ ব্যাটার আরমান জাফর এবং যশস্বী জায়সবালও সুযোগ পেয়েছেন দলে। অভিজ্ঞ উইকেটকিপার হিসাবে নেওয়া হয়েছে আদিত্য তারেকে।