আমেরিকায় ক্রমশ বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা। বিশ্বের অন্যান্য দেশগুলির মতো একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ চালু করার ভাবনা চলছে। সেই ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রবাসী ভারতীয়রা। ক্রিকেটের পরিকাঠামোর উন্নতির জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করছেন তাঁরা। এই প্রবাসী ভারতীয়দের মধ্যে রয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লা এবং অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণের মতো নাম।
মেজর লিগ ক্রিকেটের যুগ্ম প্রতিষ্ঠাতা সমীর মেহতা এবং বিজয় শ্রীনিবাসন জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটের পরিকাঠামো এবং দেশজুড়ে ক্রিকেটের পরিসর বাড়তে এই অর্থ কাজে লাগানো হবে। বিখ্যাত পেশাদার ক্রিকেটারদেরও আমেরিকায় আনার চেষ্টা চলছে। তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ১২০ মিলিয়ন ডলার বা ৯৩১ কোটি টাকা বিনিয়োগের নিশ্চয়তা মিলেছে। এই অর্থ দিয়ে মূলত ক্রিকেটের স্টেডিয়াম তৈরি এবং ভবিষ্যতের ক্রিকেটার তুলে আনার কাজ করা হবে।