Advertisement
০২ মে ২০২৪
ICC ODI World Cup 2023

বিশ্বকাপে সচিনের কীর্তি ছুঁলেন ওয়ার্নার, নেদারল্যান্ডসের বিরুদ্ধে কী নজির গড়লেন তিনি?

বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন ওয়ার্নার। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচে করেছেন ৩৩২ রান। তাঁর গড় ৬৬.৪০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অসি ওপেনার।

picture of David Warner

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ ১৯:৩৪
Share: Save:

সচিন তেন্ডুলকরকে ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার। বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান করার সঙ্গে সঙ্গে অস্ট্রেলীয় ওপেনার সচিনের একটি কীর্তিতে ভাগ বসালেন। যদিও রোহিত শর্মার পিছনেই থাকতে হল তাঁকে।

এ বারের বিশ্বকাপে চেনা ফর্মে রয়েছেন ওয়ার্নার। এ দিন দিল্লির ২২ গজে তাঁর ব্যাট থেকে এল ৯৩ বলে ১০৪ রানের ইনিংস। ৯১ বলে শতরান পূর্ণ করেন তিনি। মারলেন ১১টি চার এবং ৩টি ছক্কা। এই নিয়ে এক দিনের বিশ্বকাপে ওয়ার্নারের শতরানের সংখ্যা হল ছয়। বিশ্বকাপে সচিনেরও ছ’টি শতরান রয়েছে।

সচিনকে ছুঁয়ে ফেললেও বিশ্বকাপে শতরানের তালিকায় ওয়ার্নার অবশ্য শীর্ষে পৌঁছতে পারলেন না। শীর্ষ স্থান রয়েছে রোহিতের দখলে। বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়কের শতরানের সংখ্যা সাতটি। সচিনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে থাকলেন ওয়ার্নার। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন দুই প্রাক্তন ক্রিকেটার। তাঁরা হলেন রিকি পন্টিং এবং কুমার সাঙ্গাকারা। এক দিনের বিশ্বকাপে তাঁদের শতরানের সংখ্যা পাঁচ।

এ বারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ওয়ার্নার পাঁচটি ম্যাচ খেলে করেছেন ৩৩২ রান। গড় ৬৬.৪০। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে রয়েছেন কুইন্টন ডিকক। তাঁর সংগ্রহ পাঁচ ম্যাচে ৪০৭ রান। সম সংখ্যক ম্যাচে ৩৫৪ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE