আগামী বৃহস্পতিবার নয়াদিল্লিতে ডব্লিউপিএলের নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। নিলামে নাম রয়েছে ২৭৭ জন ক্রিকেটারের। জায়গা রয়েছে মাত্র ৭৩টি। রয়েছেন ১৯৪ জন ভারতীয় ও ৮৩ জন বিদেশি ক্রিকেটার। নিলাম তালিকায় বাংলা থেকে রয়েছেন আট জন। তাঁরা হলেন তিতাস সাধু, সাইকা ইশাক, ধারা গুজ্জর, প্রিয়াঙ্কা বালা, ঋষিতা বসু, সুস্মিতা গঙ্গোপাধ্যায়, মিতা পাল ও তনুশ্রী সরকার।
গত বছরে ১২০ জন ক্রিকেটার নিলাম তালিকায় ছিলেন। সংখ্যাটা দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় পাঁচ দলের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ নিয়ে উৎসাহ ও উদ্দীপনাও ক্রমবর্ধমান। ইতিমধ্যেই ধরে রাখা ক্রিকেটারের তালিকা জানিয়ে দিয়েছে দলগুলি। ১৯৪ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে ৫২ জন জাতীয় দলে খেলেছেন। মূল্যের কাঠামো অনুযায়ী ১৯ জন ক্রিকেটারের ন্যূনতম দর সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা। ১১ জন ক্রিকেটার রয়েছেন ন্যূনতম ৪০ লক্ষ টাকা ও ৮৮ জন ন্যূনতম ৩০ লক্ষ টাকার বিভাগে। এ ছাড়াও রয়েছে ২০ লক্ষ ও ১০ লক্ষ টাকার ন্যূনতম মূল্যের বিভাগও।
৫০ লক্ষ টাকার ন্যূনতম দরে থাকা ক্রিকেটারদের পাঁচ জন ভারতীয়- দীপ্তি শর্মা, হরলিন দেওল, উমা ছেত্রী, প্রতীকা রাওয়াল ও পূজা বস্ত্রকর। রয়েছেন নিউ জ়িল্যান্ডের সোফি ডিভাইন, অ্যামেলিয়া কের, ইংল্যান্ডের সোফি একলেস্টোন, হিদার নাইট, ড্যানিয়েল ওয়াট, অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং, অ্যালিসা হিলি, ফিবি লিচফিল্ড, জর্জিয়া ওয়্যারহাম। বাংলার তিতাস, সাইকারা রয়েছেন ২০ লক্ষ টাকার বিভাগে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)