Advertisement
E-Paper

রুটের এক ডজন নজির: ভারতের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ১৫০ রানের ইনিংসে কী কী কীর্তি গড়লেন ইংরেজ ব্যাটার?

ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে ১৫০ রানের ইনিংস খেলেছেন জো রুট। এই একটা ইনিংসে তিনি এক ডজন নজির গড়েছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৪:৩৮
cricket

ম্যাঞ্চেস্টারে শতরানের পর জো রুট। ছবি: পিটিআই।

টেস্টে এখন ব্যাট হাতে নামলেই নজির গড়ছেন জো রুট। কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে আরও একটা শতরান করেছেন রুট। ম্যাঞ্চেস্টারে ১৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। এই একটা ইনিংসে তিনি এক ডজন নজির গড়েছেন।

১) রুট ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার যিনি ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টেস্টে ১০০০ রান করেছেন। তৃতীয় দিন ২২ রান করার সঙ্গেই এই নজির গড়েছেন তিনি।

২) ইংল্যান্ডের দুটো মাঠে ১০০০ রানের বেশি করেছেন রুট। গ্রাহাম গুচ ও অ্যালিস্টার কুকের পর তিনি তৃতীয় ইংরেজ ব্যাটার যাঁর এই কীর্তি রয়েছে। লর্ডসে ২১৬৬ রান করেছেন রুট। পাশাপাশি ম্যাঞ্চেস্টারে ১১২৮ রান করেছেন তিনি।

৩) টেস্টে ১০৪ বার ৫০-এর বেশি রান করেছেন রুট। জাক কালিস ও রিকি পন্টিংকে ছাপিয়ে গিয়েছেন তিনি। তাঁরা ১০৩ বার ৫০-এর বেশি রান করেছেন। একমাত্র সচিন তেন্ডুলকরের টেস্টে ১১৯ বার ৫০-এর বেশি রান রয়েছে।

৪) ভারতের বিরুদ্ধে টেস্টে সবচেয়ে বেশি শতরান রুটের। ১২টা শতরান করেছেন তিনি। এত দিন স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। এ বার স্মিথকেও ছাপিয়ে গিয়েছেন রুট।

৫) ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নবম শতরান করেছেন রুট। ঘরের মাঠে কোনও এক প্রতিপক্ষের বিরুদ্ধে এটা কোনও ব্যাটারের করা সর্বাধিক শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে আটটা শতরান রয়েছে ডন ব্র্যাডম্যানের। তাঁকে ছাপিয়ে গিয়েছেন রুট।

৬) টেস্টে নিজের ৩৮তম শতরান করেছেন রুট। কুমার সঙ্গকারারও ৩৮টা শতরান রয়েছে। রুটের উপরে রয়েছেন তিন জন। সচিনের ৫১, কালিসের ৪৫ ও পন্টিংয়ের ৪১টা শতরান রয়েছে টেস্টে।

৭) একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি শতরানের তালিকায় রুট ছুঁয়ে ফেলেছেন জ‍্যাক হবসকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হবস ১২টা শতরান করেছেন। রুটও ভারতের বিরুদ্ধে ১২টা শতরান করেছেন।

৮) ঘরের মাঠে টেস্টে ২৩টা শতরান করেছেন রুট। ঘরের মাঠে পন্টিং, কালিস ও মাহেলা জয়বর্ধনেরও ২৩টা শতরান রয়েছে। তাঁদের ছুঁয়ে ফেলেছেন ইংরেজ ব্যাটার।

৯) টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছেন রুট। এক ইনিংসে তিন জনকে টপকে গিয়েছেন তিনি। টেস্টে রুটের রান ১৩,৪০৯। তিনি রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), কালিস (১৩,২৮৯) ও পন্টিংকে (১৩,৩৭৮) এক ইনিংসেই টপকে গিয়েছেন। এখন রুটের সামনে শুধু সচিন (১৫,৯২১)।

১০) টেস্টে একজন বোলারের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন রুট। ভারতের রবীন্দ্র জাডেজার বিরুদ্ধে তাঁর রান ৫৮৮। এত দিন এই রেকর্ড ছিল স্মিথের। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে ৫৭৭ রান করেছিলেন তিনি। স্মিথকে ছাপিয়ে গিয়েছেন রুট। অবশ্য সেই জাডেজার বলেই ১৫০ রানের মাথায় আউট হয়েছেন ইংরেজ ব্যাটার।

১১) ইংল্যান্ডের মাটিতে টেস্টে ৭১৯৫ রান করেছেন রুট। তিনি ছাপিয়ে গিয়েছেন জয়বর্ধনেকে। শ্রীলঙ্কার মাটিতে জয়বর্ধনের ৭১৬৭ রান রয়েছে। রুটের উপরে রয়েছেন সচিন ও পন্টিং। অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং ৭৫৭৮ ও ভারতের মাটিতে সচিন ৭২১৬ রান করেছেন।

১২) টেস্টে ১৫০ বা তার বেশি রানের তালিকায় পাঁচ নম্বরে উঠেছেন রুট। লাল বলের ক্রিকেটে ১৬ বার এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। তাঁর উপরে রয়েছেন সচিন (২০), ব্রায়ান লারা (১৯), সঙ্গকারা (১৯) ও ব্র্যাডম্যান (১৮)।

India vs England 2025 Joe Root
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy