লর্ডসে ছন্দে জো রুট। প্রথম ইনিংসে শতরানের পর দ্বিতীয় ইনিংসেও রান করেছেন তিনি। লর্ডসে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিকে টপকে গিয়েছেন রুট। ইংল্যান্ডের ব্যাটার ঢুকে পড়লেন সচিন তেন্ডুলকরদের ক্লাবে।
টেস্টে চার নম্বরে ব্যাট করে ৮ হাজারের বেশি রান করেছেন রুট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে তাঁর রান ছিল ৭,৯৯২। এই ইনিংসে ৮ রান করার পরেই ৮ হাজারের ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। রুট টপকে গিয়েছেন কোহলিকে।
টেস্টে চার নম্বরে ব্যাট করে এখনও পর্যন্ত চার জন ৮ হাজারের বেশি রান করেছেন। শীর্ষে সচিন। ১৭৯ ম্যাচে ১৩,৪৯২ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। ১২৪ টেস্টে তাঁর রান ৯,৫০৯। তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার জাক ক্যালিস। ১১১ টেস্টে ৯,০৩৩ রান করেছেন তিনি। চার নম্বরে রুট। ৯৯ টেস্টে ৮,০৩২ রান করেছেন তিনি।
আরও পড়ুন:
টেস্টে সবচেয়ে বেশি রানও সচিনের। ২০০ টেস্টে ১৫,৯২১ রান করেছেন তিনি। ৫১ শতরান ও ৬৮ অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় স্থানে রিকি পন্টিং। ১৬৮ টেস্টে ১৩,৩৭৮ রান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। তিন নম্বরে থাকা ক্যালিস ১৬৬ টেস্টে ১৩,২৮৯ রান করেছেন। চার নম্বরে রাহুল দ্রাবিড়। ১৬৪ টেস্টে ১৩,২৮৮ রান ভারতের প্রাক্তন অধিনায়কের। তার পরেই রয়েছেন রুট। ১৫৬ টেস্টে ১৩,২৫৯ রান তাঁর।