ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল কেমন খেলবে তার অনেকটাই নির্ভর করে আছে বোলারদের উপরে। তবে ভারতের রিজ়ার্ভ বেঞ্চের অবস্থা যে বিশেষ ভাল নয় এটা প্রমাণ হয়ে গিয়েছে প্রস্তুতি ম্যাচেই। ইংল্যান্ড লায়ন্স দলের উইকেট নিতেই হিমশিম খাচ্ছেন তাঁরা। প্রথম ইনিংসে ভারত ‘এ’ দলের তোলা ৩৪৮ রানের জবাবে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড লায়ন্সের স্কোর ১৯২/৩।
প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৩১৯/৭। সেখান থেকে ৩৪৮ রানে শেষ হয় তাঁর ইনিংস। তনুশ কোটিয়ান ১৫ এবং তুষার দেশপান্ডে ১১ রান করেন।
জবাবে ইংল্যান্ড শুরুতে হারায় বেন ম্যাকিনেকে (১২)। তবে টম হাইন্স এবং এমিলিয়ো গে মিলে জুটি গড়েন। সেই জুটি ভাঙতেই পারছিলেন না ভারতীয় বোলারেরা। খলিল আহমেদ, অংশুল কম্বোজ, তুষার দেশপান্ডে, শার্দূল ঠাকুর— কেউ সফল হননি। অর্ধশতরানের পর দেশপান্ডের বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দেন হাইন্স।
উল্টো দিকে এমিলিয়ো খেলেই যেতে থাকেন। দ্বিতীয় সেশনের শেষের দিকে নামে বৃষ্টি। কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পর আগেভাগেই চা-বিরতি নিয়ে নেওয়া হয়। তবে মাঠ ভিজে থাকার কারণে চা-বিরতির পরেও বেশ কিছু ক্ষণ খেলা শুরু করা যায়নি।
আরও পড়ুন:
খেলা শুরু হওয়ার পর এমিলিয়ো অর্ধশতরান করেন। ৫০ রানের জুটি গড়েন জর্ডান কক্সের সঙ্গে। ৭১ রানের মাথায় কোটিয়ানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমিলিয়ো। তৃতীয় সেশনের মাঝামাঝি আবার বৃষ্টি নামে। আর খেলা শুরু করা যায়নি। ক্রিজ়ে রয়েছেন কক্স (৩১) এবং অধিনায়ক জেমস রিউ (০)।