ইংল্যান্ডের মাটিতে খেলা। ভারতীয় দলের বিরুদ্ধে সেই টেস্ট সিরিজ়ে বোলিং পরামর্শদাতা হিসাবে কোনও ইংরেজ নন, ইংল্যান্ডের পছন্দ নিউ জ়িল্যান্ডের টিম সাউদি। এত দিন ইংল্যান্ডের বোলিং পরামর্শদাতা হিসাবে ছিলেন অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। তাঁকে সরিয়ে সাউদিকে আনার পরিকল্পনা রয়েছে ইসিবি-র।
ভারতের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবে ইংল্যান্ড। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর জেমস অ্যান্ডারসন ইংল্যান্ডের বোলিং পরামর্শদাতার দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু তাঁকে সরানোর পরিকল্পনা রয়েছে। সেই জায়গাতেই সাউদিকে আনা হতে পারে। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। অধিনায়ক বেন স্টোকসও জন্মসূত্রে কিউয়ি। তাঁদের সঙ্গে সাউদিকে জুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইংরেজ বোর্ডের।
আরও পড়ুন:
গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সাউদি। ৩৯১টি টেস্ট উইকেট রয়েছে তাঁর। ম্যাকালামের সঙ্গে সাউদির সম্পর্ক যথেষ্ট ভাল। ইংল্যান্ডের স্পিন বোলিং কোচও নিউ জ়িল্যান্ডের প্রাক্তন স্পিনার জিতেন পটেল। এমন অবস্থায় সাউদিকে ইংল্যান্ড দলে যুক্ত করা হলে অবাক হওয়ার থাকবে না।
আগামী মাসে ইংল্যান্ড একটি টেস্ট খেলবে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ও খেলবে তারা। ২০ জুন থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগেই সাউদিকে ইংল্যান্ড দলে যুক্ত করতে পারে ইসিবি।