চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোট-সমস্যায় বেশ কয়েকটি দল। ইতিমধ্যেই ১০ জন ক্রিকেটার ছিটকে গিয়েছেন প্রতিযোগিতা থেকে। তালিকায় রয়েছে ইংল্যান্ডও। দলের তরুণ অলরাউন্ডার জেকব বেথেলকে পাওয়া যাবে না। তার মধ্যেই কিছুটা স্বস্তির খবর ইংল্যান্ড শিবিরে। ভারতে খেলতে এসে চোট পেয়েছিলেন ওপেনার বেন ডাকেট। তিনি সুস্থ হয়ে উঠেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন তিনি।
অহমদাবাদে ভারতের বিরুদ্ধে ত়ৃতীয় এক দিনের ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ের কুঁচকিতে চোট পান ডাকেট। ফলে ব্যাট করার সময় দৌড়তে পারছিলেন না তিনি। কোনও রকমে ব্যাট করেন। পরে তাঁর চোট স্ক্যান করে দেখা হয়। রিপোর্টে বোঝা গিয়েছে, চোট বেশি গুরুতর নয়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন তিনি।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে ডাকেটের সুস্থ হওয়ার খবর জানিয়েছে। সেখানে বলা হয়েছে, “ডাকেটের বাঁ পায়ের কুঁচকির স্ক্যান করা হয়েছে। তার পরেই চিকিৎসকেরা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকেট খেলতে পারবে।”
আরও পড়ুন:
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দল দুবাই পৌঁছে গেলেও ইংল্যান্ড এখনও পাকিস্তানে যায়নি। মঙ্গলবার সে দেশে যাবে তারা। বোর্ড বিবৃতিতে বলেছে, “চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৮ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে ইংল্যান্ড দল। ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।”
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ বি-তে রয়েছে ইংল্যান্ড। তারা ছাড়াও সেই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। অর্থাৎ, লড়াই সহজ হবে না তাদের। ভারতের বিরুদ্ধে সিরিজ়ে চুনকাম হয়েছে ইংল্যান্ড। সেই ধাক্কা সামলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল করতে চাইছে তারা।