Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Kevin Pietersen

লন্ডন ফেরার সময় দামি ঘড়ি, বিয়ের আংটি ‘খোয়ালেন’ পিটারসেন, কী হল পথে?

লন্ডন ফেরার সময় মঙ্গলবার সমাজমাধ্যমে ঘড়ি, বিয়ের আংটিহীন হাতের ছবি দিয়েছেন পিটারসেন। বোঝাতে চেয়েছেন, তাঁর মূল্যবান জিনিসগুলি খোয়া গিয়েছে।

picture of Kevin Pietersen

কেভিন পিটারসেন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ২২:২৮
Share: Save:

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের হাত থেকে উধাও দামী ঘড়ি, বিয়ের আংটি। লন্ডন ফেরার পথে নিজেই সমাজমাধ্যমে হাতের ছবি পোস্ট করেছেন প্রাক্তন ক্রিকেটার। মূল্যবান ঘড়ি, আংটি ‘খুইয়েছেন’ তিনি।

কিছুই খোয়া যায়নি পিটারসেনের। আসলে বোঝাতে চেয়েছেন, তাঁর মূল্যবান জিনিসগুলি ছিনতাই হয়ে গিয়েছে। লন্ডনের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে চেয়েছেন। নিজের প্রিয় শহরে অপরাধের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ পিটারসেন। হাতের দামী ঘড়ি, বিয়ের আংটি খুলে তারই প্রতিবাদ জানিয়েছেন। লন্ডনে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য পিটারসেন দুষেছেন সেখানকার মেয়র সাদিক খানকে। গত ২৮ মার্চ লন্ডনের টিউব রেলে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তার পর মেজাজ হারিয়েছেন পিটারসেন। ঘড়ি, বিয়ের আংটিহীন হাতের ছবি দিয়ে পিটারসেন সমাজমাধ্যমে মঙ্গলবার লিখেছেন, ‘‘আমি আজ লন্ডন পৌঁছব। হাতে ঘড়ি নেই। একটা প্লাস্টিকের আংটি পরেছি। অভিনন্দন সাদিক খান।’’

বেশ কিছু দিন ধরে লন্ডনে বেড়েছে চুরি, ছিনতাই, পকেটমারি, দোকান লুঠের মতো ঘটনা। অপরাধ দমন করতে পারছে না পুলিশ। সাধারণ মানুষ রাস্তায় বেরতে ভয় পাচ্ছেন। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে ২৭ শতাংশ। ২০২২ সালের থেকে ২০২৩ সালে এই ধরনের অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছিল প্রায় ২৫ শতাংশ। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লন্ডনবাসীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পিটারসেনের পোস্টে সেই ক্ষোভই প্রকাশ পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kevin Pietersen London Crime Cricketer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE