ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের পরেই সীমিত ওভারের সিরিজ খেলবে ভারত। সেই টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে অইন মর্গ্যানকে না-ও দেখা যেতে পারে। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মর্গ্যান। জস বাটলারকে এক দিনের ক্রিকেটের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে। টি-টোয়েন্টিতেও তাঁকেই অধিনায়ক করা হবে কি না, তা অবশ্য নিশ্চিত নয়।
সাম্প্রতিক কালে একেবারেই ছন্দে দেখা যায়নি মর্গ্যানকে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজে যখন বাটলার, জেসন রয়রা তাণ্ডবনৃত্য করেছেন, তখন মর্গ্যান দু’টি ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন। সাদা বলের ক্রিকেটে শেষ ২৮টি ম্যাচে মাত্র দু’টি অর্ধশতরান রয়েছে তাঁর। নেদারল্যান্ডস সিরিজের আগেই তিনি বলেছিলেন, “যদি মনে করি ভাল খেলতে পারছি না বা দলের জন্যে অবদান রাখতে পারছি না, তা হলে খেলা ছেড়ে দেব।” নিজের কথাই হয়তো রাখতে চলেছেন তিনি। প্রসঙ্গত, এ বারের আইপিএল নিলামেও তাঁকে কেউ কেনেনি। আগে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। শেষ দেড় বছর অধিনায়ক ছিলেন।