Advertisement
১১ মে ২০২৪
Rohit Sharma

Rohit Sharma: রোহিত কি খেলতে পারবেন না ইংল্যান্ডে? ভারতীয় দলের পদক্ষেপে বাড়ল জল্পনা

শনিবার কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকেই রোহিত শর্মার পঞ্চম টেস্টে খেলা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিকল্প হিসাবে ভারত থেকে যাচ্ছেন ময়ঙ্ক।

রোহিতকে নিয়ে অনিশ্চয়তা

রোহিতকে নিয়ে অনিশ্চয়তা ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২২ ১২:০৭
Share: Save:

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলার সম্ভাবনা ক্রমশই কমছে রোহিত শর্মার। সেই কারণে ভারতীয় দলে ডাকা হল ময়ঙ্ক অগ্রবালকে। রোহিত খেলতে না পারলে ওপেনার হিসাবে তাঁকেই দেখা যাবে। প্রসঙ্গত, টেস্ট দলের আর এক ওপেনার কেএল রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছেন। রোহিতও অনিশ্চিত হওয়ায় ওপেনিং জুটি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা মেটাতেই তড়িঘড়ি ময়ঙ্ককে ডেকে নেওয়া হয়েছে।

রোহিতকে পাওয়া যাবে কি না, সে সম্পর্কে এখনও ভারতীয় শিবিরের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। অধিনায়কত্ব বদলের ব্যাপারেও কোনও কথা বলা হয়নি। আগামী কয়েক দিনে রোহিত কেমন থাকেন তা কড়া নজরে রাখা হবে। একান্তই তিনি খেলতে না পারলে তখন ময়ঙ্কের কথা ভাবা হবে। ইংল্যান্ডে নামলে এখন নিভৃতবাস প্রয়োজন নেই। ফলে সে দেশে গিয়ে সরাসরি টেস্টে নেমে পড়তে পারবেন ময়ঙ্ক।

বছরের শুরুর দিকে শ্রীলঙ্কা সফরে শেষ বার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন ময়ঙ্ক। দু’টি টেস্টে মাত্র ৫৯ রান করেন তিনি। ইংল্যান্ড সফরের দলে তিনি জায়গা পাননি। দেশের হয়ে এখনও পর্যন্ত ২১টি টেস্ট খেলেছেন ময়ঙ্ক। ৪১.৩৩ গড়ে ১৪৮৮ রান রয়েছেন। আইপিএলের ভাল ছন্দে দেখা যায়নি তাঁকে। ১৩টি ম্যাচে ১৯৬ রান করেছেন। তাঁর দল পঞ্জাব কিংস পয়েন্টতালিকায় ষষ্ঠ স্থানে শেষ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rohit Sharma mayank agarwal india vs england BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE