ভারতীয় দল নিয়ে এখনই চিন্তার কোনও কারণ দেখছেন না প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে দু’টি সিরিজ হারা নিয়ে বেশি চিন্তার কিছু নেই। ভারতীয় খেলার মান কমে গিয়েছে বলেও মনে করেন না তিনি।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, “একটা সিরিজ হারলেই সমালোচনা শুরু হয়ে যায়। সব ম্যাচ জেতা তো সম্ভব নয়। দল কিছু ম্যাচ জিতবে, কিছু হারবে। হঠাৎ খেলার মান তো আর কমে যেতে পারে না। গত পাঁচ বছর ধরে ওরা বিশ্বের এক নম্বর দল।”
প্রায় ছ’বছর ভারতীয় দলের দায়িত্ব ছিল রবি শাস্ত্রীর কাঁধে। ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত বিরাট কোহলীদের কোচ ছিলেন তিনি। মাঝে এক বছর দায়িত্ব দেওয়া হয়েছিল অনিল কুম্বলেকে। শাস্ত্রীর কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দু’বার সিরিজ জিতেছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছেন কোহলীরা। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শাস্ত্রীর মেয়াদ শেষ হয়। তার পর ভারতীয় দলের দায়িত্ব নেন দ্রাবিড়।