Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Quinton de Kock

Quinton De Kock: নাটক করছেন কুইন্টন ডি’কক! এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ব্যাটার

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরেই এই ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন কুইন্টন। হঠাৎ করেই জানিয়েছিলেন তাঁর সিদ্ধান্ত। অবাক সকলে।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কুইন্টন।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কুইন্টন। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২২ ২২:৪২
Share: Save:

বক্সিং ডে টেস্টে সেঞ্চুরিয়নের মাঠে ভারতের কাছে হার। তার পরেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়ে দেন কুইন্টন ডি’কক। পরিবারকে সময় দেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক। ২৯ বছরের এই ক্রিকেটার সাদা বলের ক্রিকেটে যদিও খেলবেন দেশের হয়ে। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে ১৭ জনের দলেও রয়েছেন কুইন্টন। তা হলে হঠাৎ টেস্ট থেকে কেন অবসর। পাকিস্তানের সলমন বাটের কথা অনুযায়ী, ‘‘নাটক করছে কুইন্টন।’’

নিজের ইউটিউব চ্যানেলে সলমন বলেন, ‘‘শেষ দেড় বছর ধরে অদ্ভুত ক্রিকেট খেলছে কুইন্টন। পাকিস্তানে অধিনায়ক হিসাবে এল, কিন্তু সেটা এগিয়ে নিয়ে গেল না। এ বার একটা টেস্ট খেলেই অবসর নিয়ে নিল। দলের ভারসাম্য নষ্ট হয় এতে। অধিনায়কের ভাবনায় প্রভাব পড়ে এতে।’’

২৯ বছরের কুইন্টন ৫৪টি টেস্ট খেলেছেন। ৩৩০০ রান করেছেন তিনি। সলমন বলেন, ‘‘অবসর নেওয়া যেন একটা নাটক। দু’মাসের জন্য অন্য লিগ খেলতে গেলে পরিবারের কথা মনে পড়ে না? শুধু মাত্র টেস্ট ক্রিকেটের সময়ই কেন এমন হয়? নিজের দেশে ক্রিকেট খেলছ। এমন অনীহা শুধু মাত্র বাইরের দেশে লিগ খেলার জন্যই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Quinton de Kock South Africa Cricket Salman Butt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE