অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ় হারার পরেই কড়া নির্দেশিকা চালুর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই তা চালু হয়ে যাবে। দুবাইয়ে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না তাঁদের পরিবার। দলের জন্য কয়েক জন রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে বোর্ড। কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের সঙ্গে তাঁর ব্যক্তিগত সহকারী গেলে তাঁদের অন্য হোটেলে থাকতে হবে।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের। ভারত যদি ফাইনালেও ওঠে তা হলেও তিন সপ্তাহের বেশি চলবে না প্রতিযোগিতা। বোর্ডের নির্দেশিকায় বলা হয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তা হলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এ ক্ষেত্রে যে হেতু প্রতিযোগিতার দিন অনেক কম, তাই পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না। যে হেতু এই প্রতিযোগিতা এক মাসও চলবে না, তাই বোর্ডের নতুন নির্দেশিকা মানতে হবে। যদি কেউ নিয়ে যেতে চায় তা হলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। যদি বিশেষ কারণে কাউকে অনুমতি দেওয়া হয়, তা হলে পরিবারের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সেই ক্রিকেটারকেই করতে হবে। বোর্ড এক পয়সাও দেবে না।”
আরও পড়ুন:
সামনের বছর জুন-জুলাই-অগস্ট মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় খেলতে যাবে ভারত। সেই সিরিজ়ে দু’সপ্তাহের জন্য ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার থাকতে পারবে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোর্ডের নতুন নিয়মই মানতে হবে।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ব্যক্তিগত সহকারী ও রাঁধুনির ক্ষেত্রেও নির্দেশিকা মানা হবে। কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সহকারী গেলে তাঁকে অন্য হোটেলে থাকতে হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েক জন রাঁধুনির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বোর্ড। তাঁদের জানানো হয়েছে, কোন ক্রিকেটারের ডায়েট কেমন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কয়েক জন রাঁধুনিও নিয়ে যেতে চাইছে বোর্ড।
বোর্ডের আরও কয়েকটি নির্দেশিকা ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। ইংল্যান্ড সিরিজ়ে কোনও ক্রিকেটার আলাদা গাড়ি পাননি। টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য কলকাতায় ও এক দিনের সিরিজ়ের জন্য নাগপুরে একত্রিত হয়েছে দল। তার পর থেকে পুরো সিরিজ়ে ক্রিকেটারেরা একসঙ্গে থেকেছেন। একসঙ্গে যাতায়াত করেছেন। যে দলগত সংস্কৃতি চালু করার চেষ্টা কোচ গৌতম গম্ভীর করছেন, সেই পথেই এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড।