ভারত-পাকিস্তান করমর্দন বিতর্ক দেখা গেল অস্ট্রেলিয়াতেও। বৃহস্পতিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচ ভারতের। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে শুভমন গিলকে শুনতে হল ‘পাকিস্তান জ়িন্দাবাদ’ স্লোগান। অন্য দিকে গোটা দলকে নিয়ে পছন্দের রেস্তরাঁয় গেলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দীপাবলি উদ্যাপন করলেন তাঁরা। দলের সকল ক্রিকেটার থাকলেও প্রধান কোচ গৌতম গম্ভীর ও সহকারী কোচদের সেখানে দেখা যায়নি।
অ্যাডিলেডে নামার আগে সেখানকার রাস্তায় ঘুরছিলেন শুভমন। হঠাৎই এক ব্যক্তি তাঁর সঙ্গে হাত মেলাতে আসেন। প্রথমে শুভমন একটু চমকে উঠলেও পরে হাত মেলান। ভারত অধিনায়কের হাত ধরেই সেই ব্যক্তি ‘পাকিস্তান জ়িন্দাবাদ’ বলে চিৎকার করে ওঠেন।
স্লোগান শুনেও অবশ্য বিচলিত হননি শুভমন। তিনি সেই ব্যক্তির হাত ছাড়িয়ে সোজা হাঁটতে থাকেন। ভাবখানা এমন, কিছুই হয়নি। সেই ব্যক্তিকে পাল্টা কিছু বলেননি ভারত অধিনায়ক। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের মতে, এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারের হাত না মেলানোয় ইচ্ছা করে ওই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন।
এ দিকে বুধবার সন্ধ্যায় অনুশীলন শেষে অ্যাডিলেডের এক রেস্তরাঁয় গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটারেরা। একটি বাসে করেই সেখানে পৌঁছোন সকলে। বোঝা যাচ্ছিল, রোহিত ও কোহলির নেতৃত্বেই তাঁরা সেখানে গিয়েছেন। কারণ, এই দলের অনেকেরই একটি প্রথম অস্ট্রেলিয়া সফর। রোহিত, কোহলি সেখানে অনেক বার গিয়েছেন। এর আগেও সেই রেস্তরাঁয় গিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
কোহলির পরনে ছিল কালো শার্ট, ধূসর ট্রাউজ়ার ও সেই রঙেরই টুপি। রোহিত পরেছিলেন কালো টি-শার্ট ও নীল জিন্স। শুভমন ও শ্রেয়সের গায়ে ছিল রঙিন শার্ট। রেস্তরাঁর মালিকও ভারতীয়। নাম সুমন বিসান্থিম। তিনি নিজে সকলকে স্বাগত জানান।
পরে সুমন বলেন, “ভারতীয় দল যে আমার রেস্তরাঁয় এসেছে তাতে আমি অভিভূত। প্রত্যেকে বাড়ির খাবার চাইছিল। তাই সেই মতোই রান্না করা হয়েছে।” রেস্তরাঁয় রোহিত ও কোহলির সঙ্গে সুমন ও তাঁর পরিবারের ছবি রয়েছে। সেটা থেকেই বোঝা যাচ্ছে, দুই ক্রিকেটার আগেও সেখানে কয়েক বার গিয়েছেন। অ্যাডিলেডে কঠিন ম্যাচে নামার আগে তাই পছন্দের রেস্তরাঁয় খাবার খেলেন তাঁরা। সকলে মিলে দীপাবলির উল্লাসে মাতলেন।