আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ যে হোটেলে রয়েছে, সেই হোটেলে লাগল আগুন। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা নাগাদ আগুন লাগে। তবে গুরুতর কিছু হয়নি। ক্রিকেটারেরা সবাই নিরাপদে রয়েছেন। আগুন লাগার দু’ঘণ্টার মধ্যেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
সোমবার সকালে বানজারা হিলসের ওই হোটেলটিতে আগুন লাগে। দোতলার লবি এলাকা থেকে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে। স্পা এবং সনা এলাকাতেও আগুন লাগে। বানজারা হিলসের দমকল বিভাগের এক আধিকারিক জানান, ইলেকট্রিকের তার থেকে কোনও ভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।
হোটেলের এক কর্মী আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাকিদের জানান এবং দমকলে খবর দেন। দমকলকর্মীরা এসে দু’ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন। গোটা হোটেল ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেলেও আগুন খুব গুরুতর ছিল না বলেই জানা গিয়েছে। কেউ আহত হননি।
আরও পড়ুন:
হায়দরাবাদের ক্রিকেটারেরা ছ’তলার বিভিন্ন ঘরে ছিলেন। তাঁদের সঙ্গে সঙ্গে নামিয়ে এনে বাসে করে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। হোটেলে বাকি যাঁরা ছিলেন তাঁরা দৌড়োদৌড়ি করতে থাকেন। বেশির ভাগকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগুন নিভে যাওয়ার পর সবাইকে ফেরত আনা হয়।
আগামী ১৭ এপ্রিল খেলা রয়েছে হায়দরাবাদের। মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে তারা। টানা চারটি ম্যাচে হারের পর আগের ম্যাচে জিতেছে গত বার ফাইনালিস্টরা। পয়েন্ট তালিকায় রয়েছে নবম স্থানে।