Advertisement
E-Paper

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে সমস্যায় একাধিক দল, কারা ফিরবেন, কেকেআর কাদের পাবে?

আইপিএলের পরেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, এক দিনের সিরিজ় রয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে। এই চার দেশের ক্রিকেটারেরা যে যে দলে রয়েছে তারা সমস্যায় পড়তে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৪২
Sunil Narine and Andre Russell

সুনীল নারাইনের সঙ্গে আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

আইপিএল শুরু হবে ১৭ মে থেকে। কিন্তু সব দল পূর্ণ শক্তি নিয়ে খেলতে নামতে পারবে তো? বিদেশি ক্রিকেটারদের মধ্যে কত জন ভারতে ফিরবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। আইপিএলের পরেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। খেলবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। অন্য দিকে, এক দিনের সিরিজ় রয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে। এই চার দেশের ক্রিকেটারেরা যে যে দলে রয়েছে তারা সমস্যায় পড়তে পারে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডও এক দিনের সিরিজ়ের জন্য দল ঘোষণা করে দিয়েছে। ফলে কোন কোন ক্রিকেটার দলে আছেন বা নেই তা বুঝে গিয়েছে দলগুলি। এখন দেখার কোন কোন ক্রিকেটার আইপিএল খেলতে ভারতে ফিরে আসেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে বিরাট কোহলির দল। এ বারের আইপিএলে শুরু থেকেই ভাল ফর্মে ছিল তারা। কিন্তু এখন দলের পেস আক্রমণ দুর্বল হয়ে যেতে পারে। আইপিএলের পরেই রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে খেলার প্রস্তুতি নেবেন অস্ট্রেলিয়ার জস হেজলউড এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। ফলে এই দুই পেসার হয়তো আর ভারতে আইপিএল খেলার জন্য ফিরবেন না। এর মধ্যে হেজলউডের চোট রয়েছে। ফলে তাঁর ফেরার সম্ভাবনা সবচেয়ে কম। আইপিএলের পর ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় এক দিনের সিরিজ় রয়েছে। সেই সিরিজ়ের প্রস্তুতির জন্য না-ও আসতে পারেন রোমারিয়ো শেফার্ড এবং টম বেথেল। ইংল্যান্ড দলে নেই লিয়াম লিভিংস্টোন। ফলে তিনি আসতে পারেন। কিন্তু চার-পাঁচ জন বিদেশি ক্রিকেটারকে না পেলে সমস্যায় পড়তে হবে বেঙ্গালুরুকে।

পঞ্জাব কিংস

পঞ্জাব না-ও পেতে পারে মার্কো জানসেনকে। বাঁহাতি পেসারকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ফলে প্রস্তুতি নেওয়ার জন্য তিনিও আইপিএলে খেলতে না-ও আসতে পারেন। অস্ট্রেলিয়ার জস ইংলিসও দলে রয়েছেন। ফলে তাঁকে নিয়েও সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেই। ফলে তাঁর খেলতে আসার সম্ভাবনা রয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন এবং করবিন বশ। তাঁদের দু’জনকেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ফলে সেই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য আইপিএল খেলতে না-ও আসতে পারেন তাঁরা।

গুজরাত টাইটান্স

সমস্যায় পড়তে পারে গুজরাতও। সেই দলে ইংল্যান্ডের জস বাটলার, ওয়েস্ট ইন্ডিজ়ের শেরফানে রাদারফোর্ড ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা এবং জেরাল্ড কোয়েৎজ়ি রয়েছেন। দেশের হয়ে খেলার কথা ভেবে আইপিএল থেকে নাম সরিয়ে নিতে পারেন তাঁরাও। যদিও শোনা যাচ্ছে বাটলার এবং কোয়েৎজ়ি আইপিএল খেলতে আসবেন।

সানরাইজার্স হায়দরাবাদ

অধিনায়ককেই না-ও পেতে পারে হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। তিনি আইপিএল খেলার ঝুঁকি নেবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই দলে রয়েছেন ট্রেভিস হেডও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে রয়েছেন তিনিও। তবে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারকে পাওয়া যাবে বলেই বিশ্বাস হায়দরাবাদের। যদিও তারা এ বারের আইপিএলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

দিল্লি ক্যাপিটালস

দুই ক্রিকেটারকে নিয়ে সমস্যায় দিল্লিও। মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। তিনি ফাইনালের আগে আইপিএল খেলতে না-ও আসতে পারেন। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টিয়ান স্টাবস ও টেস্ট দলে রয়েছেন। ফলে দুই ক্রিকেটারকে হারাতে পারে দিল্লি।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতার বিদেশিরাও দেশে ফিরে গিয়েছেন। তবে ওয়েস্ট ইন্ডিজ় দলে নেই সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল। তাঁরা দেশের হয়ে এখন আর খেলেন না। রভমন পাওয়াল সুযোগ পাবেন কি না নিশ্চিত নন। তাঁরা তিন জনেই আইপিএল খেলতে ভারতে আসতে পারেন। বাকি বিদেশিদের মধ্যে স্পেনসার জনসন অস্ট্রেলিয়া দলে নেই। ইংল্যান্ডের মইন আলি, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক অবসর নিয়েছেন। ফলে তাঁদের খেলতেও কোনও অসুবিধা হওয়ার কথা নয়।

Pat Cummins Josh Hazlewood KKR RCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy