টেস্ট ক্রিকেট থেকে কেন অবসর নিয়েছেন বিরাট কোহলি? কোনও কারণ তিনি জানাননি। নানা মুনির নানা মত। কেউ বলছেন, দীর্ঘ দিন টেস্টে ধারাবাহিক ভাবে বড় রান না থাকায় অবসর নিয়েছেন কোহলি। আবার কারও মতে, শুধুমাত্র এক দিনের ক্রিকেটে নজর দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার মাঝেই ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মন্টি পানেসরের দাবি, সে দেশে খেলার ভয়েই অবসর নিয়েছেন কোহলি।
২০ জুন থেকে শুরু ইংল্যান্ড সিরিজ়। তার আগে কোহলির অবসর নিয়ে মুখ খুলেছেন পানেসর। তিনি বলেন, “ইংল্যান্ডে অফ স্টাম্পের বাইরের বলে, বিশেষ করে পঞ্চম স্টাম্পের বলে কোহলি বার বার সমস্যায় পড়েছে। এখানকার উইকেটের বাউন্সও ওকে সমস্যায় ফেলে। আমার মনে হয়, ইংল্যান্ডে অফ স্টাম্পের বাইরের বল মোকাবিলা করার কোনও উপায় কোহলির কাছে নেই। এখানে খেলার ভয়েই টেস্ট থেকে অবসর নিয়েছে ও। এখন শুধু আরসিবি ও ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটেই নিজের সবটা দিতে চায় কোহলি।”
পানেসরের মতে, কোহলির হয়তো মনে হয়েছে, আর টেস্ট ক্রিকেটে তাঁর কিছু দেওয়ার নেই। এ বার নতুনদের সুযোগ দেওয়া উচিত। সেই কারণে সরে দাঁড়িয়েছেন তিনি। পানেসর বলেন, “ভারতের হয়ে তিন ফরম্যাটেই কোহলি ভাল খেলেছে। ও বিশ্বের সেরা ব্যাটারদের একজন। কিন্তু ও হয়তো ভেবেছে, টেস্টে নিজের সবটা দিয়ে ফেলেছে। আর কিছু দেওয়ার নেই। তাই পরের প্রজন্মকে জায়গা করে দেওয়ার জন্য নিজে সরে দাঁড়িয়েছে।”
আরও পড়ুন:
ইংল্যান্ডে ২০১৪ সালের সফরে অফ স্টাম্পের বাইরের বলে সমস্যা হয়েছিল কোহলির। বিশেষ করে জেমস অ্যান্ডারসনের বল খেলতেই পারেননি তিনি। পাঁচটা টেস্টে ১৩৪ রান করেছিলেন কোহলি। গড় ছিল মাত্র ১৩.৫০। দুটো ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। পরের বার ২০১৮ সালের সিরিজ়ে নিজের দুর্বলতা কাটিয়ে ফিরেছিলেন কোহলি। পাঁচটা টেস্টে করেছিলেন ৫৯৩ রান। ৫৯.৩০ গড়ে সিরিজ়ের সর্বাধিক রান করেছিলেন তিনি। দুটো শতরান এসেছিল কোহলির ব্যাট থেকে।
তবে সেই পারফরম্যান্স এ বার কোহলি করতে পারতেন না বলেই মনে করেন পানেসর। তিনি বলেন, “২০১৮ সালে ও যে ভাবে খেলেছিল সেটা এবার করা কঠিন ছিল। কারণ, শেষ এক থেকে দেড় বছর অফ স্টাম্পের বাইরের বলে আবার ওর সমস্যা হয়েছে। তার সমাধান ও বার করতে পারেনি। সেটা কোহলি জানত। তাই ও সরে দাঁড়িয়েছে।”