স্পেনের বিরুদ্ধে জিততে মরিয়া ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশকে উয়েফা নেশনস লিগ জেতানোর পাশাপাশি আরও একটা লক্ষ্য ছিল তাঁর। পুত্রদের জবাব দেওয়া। তিনি পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার হলেও তাঁর পুত্রেরাই তাঁকে সমর্থন করে না। তারা স্পেনের সমর্থক। পুত্রদের দেখে তিনি রাগ সামলাতে পারেন না বলেই জানিয়েছেন সিআর৭।
নেশনস লিগ জেতার পর এক সাক্ষাৎকারে পুত্রদের নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো। ফাইনালের আগে রোনাল্ডোর পুত্রদের স্পেনকে সমর্থন করতে দেখা গিয়েছে। সেই বিষয়ে রোনাল্ডো বলেন, “আমার ছেলেরা জন্মসূত্রে স্প্যানিশ। তাই ওরা স্পেনকে সমর্থন করে। ওরা স্পেনের জন্য গান করে। ওদের দেখে রাগ সামলাতে পারি না।”
তবে পুত্রদের এই বিরোধিতায় তাঁর সুবিধা হয়েছে বলে জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন, “ওদের বিরোধিতায় আমার জেদ বেড়ে যায়। আরও ভাল খেলার চেষ্টা করি। নেশনস লিগের ফাইনালেও সেটা করেছি। স্পেনকে হারিয়েছি। আশা করছি এ বার ওরা বাবাকে একটু বেশি সম্মান করবে।”
আরও পড়ুন:
পর্তুগালের হয়ে নিজের তৃতীয় ট্রফি জিতেছেন রোনাল্ডো। তার মধ্যে একটা ইউরো কাপ ও দুটো নেশনস লিগ রয়েছে। রবিবার রাতে মিউনিখে দু’বার এগিয়ে যায় স্পেন। দু’বারই সমতা ফেরায় পর্তুগাল। তাদের হয়ে দ্বিতীয় গোল রোনাল্ডোর। ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ ২-২ থাকায় টাইব্রেকারে খেলার ফয়সালা হয়। সেখানে ৫-৩ গোলে জেতে পর্তুগাল। রোনাল্ডো অবশ্য ৮৭ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। বাকিটা বেঞ্চে বসে দেখতে হয় তাঁকে।
খেলা শেষে নিজের আবেগ ধরে রাখতে পারেননি রোনাল্ডো। কেঁদে ফেলেন। ২০১৬ সালের পর আবার কোনও ট্রফি জিতেছে পর্তুগাল। সেই কারণেই হয়তো চোখের জল ধরে রাখতে পারেননি রোনাল্ডো। ধীরে ধীরে নিজেকে সামলান তিনি। তার পরে বাকিদের সঙ্গে উৎসবে মাতেন। অধিনায়ক হিসাবে ট্রফিও তোলেন তিনি। কেরিয়ারে ১০০০ গোলের মাইলফলকের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন রোনাল্ডো। শেষ দু’বছর ক্লাব ফুটবলে কোনও ট্রফি জিততে না পারলেও অবশেষে দেশকে চ্যাম্পিয়ন করেছেন তিনি।