Advertisement
০৭ মে ২০২৪
Woorkeri Raman

বাংলার ব্যাটারদের নিয়ে কাজ শুরু করে দিলেন রামন

আগামী সপ্তাহের শেষে প্রস্তুতি প্রতিযোগিতা খেলতে পুদুচেরি উড়ে যাচ্ছে বাংলা। সেই প্রতিযোগিতার সময় রামনও দলের সঙ্গেই থাকবেন।

An image of Woorkeri Raman

প্রস্তুতি: বাংলা শিবিরে যোগ দিলেন রামন। ছবি: সিএবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ০৭:২০
Share: Save:

বাংলার ব্যাটিং পরামর্শদাতা ডব্লিউ ভি রামনের প্রশিক্ষণে সোমবার থেকে বিশেষ ক্লাস শুরু হল বাংলা শিবিরে। প্রাক্তন বঙ্গ কোচ এসেই ব্যাটসম্যানদের সমস্যা জানতে চান। অনেকের সঙ্গেই অতীতে কাজ করেছেন রামন। তাই প্রথম দিন থেকেই নিজস্ব দর্শনেই কাজ শুরু করে দিলেন তিনি।

আগামী সপ্তাহের শেষে প্রস্তুতি প্রতিযোগিতা খেলতে পুদুচেরি উড়ে যাচ্ছে বাংলা। সেই প্রতিযোগিতার সময় রামনও দলের সঙ্গেই থাকবেন। সেই প্রতিযোগিতায় সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের গোয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে বাংলাকে।

প্রথম দিন থেকেই ব্যাটসম্যানদের টেকনিকের উপরে জোর দিয়েছেন রামন। এ বার মনোজ তিওয়ারির মতো ব্যাটসম্যানকে পাবে না বাংলা। ফলে বাকিদের বড় দায়িত্ব নিতেই হবে।

সোমবার সিএবি-তেও বাংলার কোচেদের নিয়ে বৈঠক করে সিএবি। আসন্ন মরসুমে কী কী পরিকল্পনা রয়েছে বাংলা শিবিরের, সে বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বহু বছর বাংলা শিবিরে কোনও ট্রফি আসছে না। এ বার সেই ট্রফি খরা কাটানোর লড়াই বঙ্গ শিবিরের।

বাংলার অনুশীলনে এ দিন উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। দলের সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলছিলেন, ‘‘প্রস্তুতি ভালই চলছে। তবে বৃষ্টির জন্য বাইরে কোনও রকম ট্রেনিং করা যাচ্ছে না। পুদুচেরিতে আমরা প্রতিযোগিতা খেলতে যাব। সেখানে আশা করি,
ভাল প্রস্তুতি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CAB bengal cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE