সপ্তাহখানেক বাদে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ়। ভারতের প্রস্তুতিও চলছে জোরকদমে। সিরিজ়ের আগে দলের ক্রিকেটারদের তাতিয়ে দিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমন গিল। স্পষ্ট করে দিলেন, দলের থেকে কী চান। নাম না করলেও গম্ভীরের কথায় উঠে এল রোহিত শর্মা, বিরাট কোহলির প্রসঙ্গ। এ ছাড়া, দলের নতুন ক্রিকেটারদের প্রশংসা করেছেন তিনি।
বৃহস্পতিবার ভারতীয় বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে। সেখানে গম্ভীর বলেছেন, “আমরা দু’ভাবে এই সফরের দিকে তাকাতে পারি। প্রথমটা হল, তিন জন অভিজ্ঞ ক্রিকেটারকে (রোহিত, কোহলি, অশ্বিন) ছাড়া খেলতে নামছি। দ্বিতীয়ত, দেশের হয়ে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ রয়েছে আমাদের কাছে।”
গম্ভীর যোগ করেন, “এই দলটার দিকে তাকালে ভাল কিছু করার খিদে, আবেগ এবং দায়বদ্ধতা দেখতে পাই। যদি আমরা আত্মত্যাগ করি, নিজেদের স্বাচ্ছন্দ্য থেকে বেরিয়ে আসি, শুধু প্রতি দিন নয়, প্রতি সেশন, প্রতি ঘণ্টা, প্রতি বলের জন্য লড়াই করি, তা হলেই এই সফরটা স্মরণীয় হয়ে থাকবে। আজ থেকেই সেটা শুরু করতে হবে। দেশের হয়ে খেলা উপভোগ করো। এর থেকে বড় সম্মান আর হয় না।”
ভারত ‘এ’ দল থেকে বাকিরা ইতিমধ্যেই মূল দলে যোগ দিয়েছেন। আলাদা করে তিন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন গম্ভীর। বলেছেন, “প্রথম বার টেস্ট দলে ডাক পাওয়া সব সময়েই আলাদা অনুভূতি। সাইকে (সুদর্শন) দলে স্বাগত। আশা করি লাল বলের ক্রিকেটে দারুণ সময় কাটাবে। স্বাগত অর্শদীপকেও (সিংহ)। সাদা বলের ক্রিকেটে দারুণ খেলেছ। এ বার লাল বলের ক্রিকেটটাও মনে রাখার মতো খেলো।”
আরও পড়ুন:
দীর্ঘ সাত বছর পর টেস্ট দলে ফিরেছেন করুণ নায়ার। তাঁকে নিয়ে গম্ভীর বলেন, “প্রত্যাবর্তন সহজ কাজ নয়। তবে আমাদের দলে সাত বছর পর একজন ফিরেছে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। তার হার-না-মানা মানসিকতা, হাল না ছাড়া মনোভাবই আজ এই জায়গায় নিয়ে এসেছে। স্বাগত করুণ (নায়ার)।” এ ছাড়া স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লে রু এবং শুভমনকেও শুভেচ্ছা জানিয়েছেন গম্ভীর।
ভারতীয় দলের অধিনায়ক শুভমন বলেন, “প্রত্যেক সেশন কাজে লাগাতে হবে আমাদের। নিজেদের চাপে ফেলতে হবে। মাঠে নামলে শুধু টিকে থাকা নয়, বিপক্ষকে চাপে ফেলার কৌশলও শিখতে হবে। নিজেদের সেরাটা বার করে আনার প্রস্তুতি আজ থেকেই শুরু করতে হবে। প্রতিটা বল একটা উদ্দেশ্য নিয়ে খেলতে হবে।”