Advertisement
E-Paper

বিরাটদের সংসারে নতুন সদস্য, বাবা হতে চলেছেন ভারতের জামাই

বিরাটদের দলে খেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। তিনি বাবা হতে চলেছেন। সেই ক্রিকেটারের স্ত্রী জানিয়েছেন যে, তিনি সন্তানসম্ভবা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ১৯:০৮
Virat Kohli

সদস্য বাড়বে বিরাটদের সংসারে। —ফাইল চিত্র

গ্লেন ম্যাক্সওয়েলের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের সঙ্গে বিয়ে হয় ভারতীয় ভিনি রমনের। তাঁরা বৃহস্পতিবার জানালেন যে, পুত্রসন্তান আসতে চলেছে তাঁদের ঘরে। ম্যাক্সওয়েল এখন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতে ব্যস্ত।

আইপিএলের শুরুর দিকে ম্যাক্সওয়েলের স্ত্রী ভারতে এসেছিলেন। পরে যদিও তিনি দেশে ফিরে যান। গত বছর মার্চ মাসে বিয়ে হয়েছিল তাঁদের। ভিনি বৃহস্পতিবার একটি পোস্ট করেন। সেখানে তিনি নীল রঙের একটি ছোট জামা এবং ইউএসজি রিপোর্টের ছবি দিয়ে লেখেন, “সেপ্টেম্বর মাসে গ্লেন এবং আমার সন্তানের জন্ম হবে। এই সফরটা খুব সহজ ছিল না। আমি জানি এই পোস্টটি তাঁদের জন্য খুব কষ্টের যাঁরা অপেক্ষা করে রয়েছেন এমন দিনের। সেই সব পরিবারের পাশে আছি আমরা, যাঁরা সন্তান হারিয়েছেন। আমি জানি এই কষ্ট কতটা।”

ম্যাক্সওয়েল এ বারের আইপিএলে ১১টি ম্যাচে ৩৩০ রান করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৩ বলে ৬৮ রান করেছেন। যদিও সেই ম্যাচ তাঁর দল জিততে পারেনি। এ বারের আইপিএলে চার বার ম্যাক্সওয়েল এবং ফ্যাফ ডুপ্লেসি ১০০ রানের উপর জুটি গড়েছেন। মুম্বইয়ের বিরুদ্ধেও তাঁরা ১২০ রানের জুটি গড়েন।

আইপিএলে বেঙ্গালুরু ছাড়াও পঞ্জাব দলের (পঞ্জাব কিংস এবং কিংস ইলেভেন পঞ্জাব) হয়ে খেলেছেন ম্যাক্সওয়েল। এখনও পর্যন্ত ১২১টি ম্যাচে ২৬৪৯ রান করেছেন তিনি। এ বারের আইপিএলে ছন্দে থাকা ম্যাক্সওয়েল বলেন, “আমি এবং ফ্যাফ এ বছর বেশ কিছু ভাল জুটি গড়েছি। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। ইতিবাচক মানসিকতা নিয়ে খেলছি। নিজের যেটা মনে হচ্ছে সেই ভাবে খেলছি।”

IPL 2023 RCB Glenn Maxwell
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy