E-Paper

ম্যাক্সওয়েলের উড়ন্ত ক্যাচ, ৪-০ অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন টিম ডেভিড। তাঁর দাপটে ২৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে সিরিজ় জয় নিশ্চিত করে ফেলেছিল। শনিবার ডেভিডকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৫ ০৮:১৬
গ্লেন ম্যাক্সওয়েল।

গ্লেন ম্যাক্সওয়েল। —ফাইল চিত্র।

রোমারিয়ো শেফার্ডকে অবাক করে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অ্যাডাম জ়াম্পার বলে রোমারিয়ো লং-অনে ছক্কা মারতে যান। শূন্যে উড়ে গিয়ে ক্যাচ নিয়ে ম্যাক্সওয়েল বল ছুড়ে দেন ক্যামেরন গ্রিনের হাতে। নিজে বাউন্ডারির বাইরে পড়ে গেলেও, ছক্কা হতে দেননি।ম্যাক্সওয়েলের এই প্রচেষ্টার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ছিলেন টিম ডেভিড। তাঁর দাপটে ২৩ বল বাকি থাকতেই ৬ উইকেটে জিতে সিরিজ় জয় নিশ্চিত করে ফেলেছিল। শনিবার ডেভিডকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও জিতে সিরিজ় ৪-০ করতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শূন্য রানে আউট হন রস্টন চেজ। সর্বোচ্চ রান করেন শেরফান রাদারফোর্ড (৩১)। ২৮ রান করে করেছেন রোমারিয়ো শেফার্ড ও পাওয়েল।

ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। শূন্য রানে ফেরেন অধিনায়ক মিচেল মার্শ। এর পরেই ঝড় তুলতে শুরু করেন জশ ইংলিস ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩০ বলে ৫১ রান করেন ইংলিস। ১৮ বলে ৪৭ রান করেন ম্যাক্সওয়েল। বিধ্বংসী মেজাজে ছিলেন ক্যামেরন গ্রিনও। ৩৫ বলে ৫৫ রান করেন তিনি। ৪ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছেযায় অস্ট্রেলিয়া।

একই দিনে ক্রিস গেলের নজির ভাঙলেন রভম্যান পাওয়েল। গেলকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। পাওয়েলের সামনে এখন শুধু নিকোলাস পুরান।

৭৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮৯৯ রান করেছিলেন গেল। গড় ২৭.৯২। স্ট্রাইক রেট ১৩৭.৫০। দু’টি শতরান এবং ১৪টি অর্ধশতরান করেছিলেন গেল। তাঁর সর্বোচ্চ রান ছিল ১১৭। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ২২ বলে ২৮ রান করেন রভম্যান। ৯৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর মোট রান এখন ১৯২৫। গড় ২৫.৬৬। স্ট্রাইক রেট ১৪১-এর উপরে। ৮৭ ইনিংসে করেছেন একটি শতরান ও ন’টি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১১৭।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক রান পুরানের। ১০৬ ম্যাচে তাঁর সংগ্রহ ২২৭৫।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Glenn Maxwell Romario Shepherd

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy