এ বারের আইপিএল নিলামের আগে যথেষ্ট উদ্বেগে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বুঝতেই পারছিলেন না যে, নিলামে আদৌ তাঁকে কোনও দল নেবে কি না।
২০২০-তে বিশ্রী ফলের প্রেক্ষিতে তাঁকে ছেড়ে দিয়েছিল পঞ্জাব কিংস। সে মরসুমে খুব খারাপ পারফরম্যান্সের পরেও তাঁকে ২০২১ সালের নিলামে বিস্ময়কর ভাবে কিনে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাও ১৪.২৫ কোটি টাকায়। ম্যাক্সওয়েল কিন্তু তাঁর নতুন দলকে হতাশও করেননি। সে বার তাঁর মোট রান ছিল ৫০১। তিনিই ছিলেন প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
আরসিবির পডকাস্টে যা নিয়ে অস্ট্রেলীয় অলরাউন্ডার বলেছেন, ‘‘মহানিলামে কী ঘটবে, তা আগে থেকে কেউ বলতে পারেন না। বিশেষ করে, আগের বারের দলের ক’জনকে রাখা হবে তা বোঝা যায় না। আমি চিন্তায় ছিলাম, আদৌ রাখা হবে কি না। তাই ফোনে যখন জানলাম যে, আমাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি, তখন আনন্দে উদ্বেল হয়ে উঠেছিলাম।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)