Advertisement
E-Paper

স্নেহাল ৩১৪, কাশ্যপ ৩০০, জুটিতে ৬০৬! রঞ্জিতে জোড়া নজির গোয়ার দুই ব্যাটারের, কী রেকর্ড হল?

রঞ্জি ট্রফির ইতিহাসে নতুন নজির তৈরি হল বৃহস্পতিবার। জুটিতে সর্বোচ্চ রান উঠল। গোয়ার দুই ব্যাটার কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌতানকর এই নজির গড়েছেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৭:০৪
cricket

(বাঁ দিকে) স্নেহাল কৌতানকর। কাশ্যপ বাকলে (ডান দিকে)। বৃহস্পতিবার ত্রিশতরানের পর। ছবি: সমাজমাধ্যম।

রঞ্জি ট্রফির ইতিহাসে নতুন নজির তৈরি হল বৃহস্পতিবার। জুটিতে সর্বোচ্চ রান উঠল। গোয়ার দুই ব্যাটার কাশ্যপ বাকলে এবং স্নেহাল কৌতানকর এই নজির গড়েছেন। শুধু তা-ই নয়, দ্রুততম দ্বিশতরান এবং ত্রিশতরানের ক্ষেত্রেও নজির হয়েছে। গোয়া ম্যাচটি জিতেছে এক ইনিংস এবং ৫৫১ রানে জিতেছে।

গোয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৪ রানে অল আউট হয়ে যায়। জবাবে দলের ১২১ রানের মাথায় কাশ্যপের সঙ্গে যোগ দেন স্নেহাল। সেখান থেকে আর কোনও উইকেট পড়েনি। দুই ব্যাটার ৬০৬ রান তুলেছেন তৃতীয় উইকেটে। স্নেহাল ৩১৪ এবং কাশ্যপ ৩০০ রান করে অপরাজিত থাকেন। রঞ্জি ট্রফির ইতিহাসে যে কোনও উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। আগে এই নজির ছিল মহারাষ্ট্রের দুই ব্যাটার স্বপ্নিল সুগালে এবং অঙ্কিত বাওনের। তাঁরা ৫৯৪ রানের জুটি গড়েছিলেন। ২০১৬-১৭ মরসুমে দিল্লির বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন তাঁরা। তার আগে ১৯৪৬-৪৭ সালে বরোদার হয়ে হোলকারের বিরুদ্ধে নজির গড়েছিলেন বিজয় হজারে এবং গুল মহম্মদ (৫৭৭)।

আগের ম্যাচে মিজোরামের বিরুদ্ধে ২৫০ রান করেছিলেন স্নেহাল। এ বার ত্রিশতরান করলেন। সেটাও ২০৫ বলে। রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম দ্বিশতরান এটিই। গত বছর এই অরুণাচলের বিরুদ্ধে হায়দরাবাদের তন্ময় আগরওয়াল ১৪৭ বলে দ্বিশতরান করেছিলেন। সেটিই দ্রুততম। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯১ বলে ত্রিশতরান রয়েছে দক্ষিণ আফ্রিকার মার্কো মারাইসের। স্বপ্নিলের ত্রিশতরানের পরেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় গোয়া। পরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯২ রানে শেষ হয়ে যায় অরুণাচল।

Ranji Trophy Goa Arunachal Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy