এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলা হয়নি তাঁর। সেই হার্দিক পাণ্ড্য অবশেষে চোট সারিয়ে ফিরতে চলেছেন। সব ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকা সিরিজ়েই দেখা যেতে পারে এই অলরাউন্ডারকে।
‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, আগামী চার সপ্তাহ বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সিওই) কাটাবেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে ফিট হয়ে যাওয়ার কথা তাঁর। কোয়াড্রিসেপসে যে চোট পেয়েছিলেন তার জন্য এখনই অস্ত্রোপচারের দরকার পড়বে না। বোর্ডের চিকিৎসক দলের অধীনে ইতিমধ্যেই তাঁর রিহ্যাব শুরু হয়ে গিয়েছে।
গত সপ্তাহেই সিওই-তে চলে গিয়েছেন হার্দিক। দীপাবলির জন্য কয়েক দিনের বিরতি নিয়েছিলেন। বুধবার থেকেই তাঁর অনুশীলন শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের আগে পুরো ফিটনেস ফিরে পেতে বদ্ধপরিকর হার্দিক। তাঁর স্বাস্থ্য নিয়ে গত সপ্তাহেই আলোচনায় বসেছিল বোর্ডের চিকিৎসক দল। জানা গিয়েছে, হার্দিকের শরীরের বড় কোনও সমস্যা নেই। এক মাসের মধ্যে তাঁকে ফিট করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এশিয়া কাপের ফাইনাল তো বটেই, হার্দিক খেলতে পারছেন না অস্ট্রেলিয়া সিরিজ়ও। তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলার সুযোগ ছিল তাঁর কাছে।
আরও পড়ুন:
হার্দিকের অনুপস্থিতি নিয়ে বুধবারই মুখ খুলেছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। বলেছেন, “হার্দিকের মতো ক্রিকেটার দলে না থাকলে তার অভাব বোঝা যাবে। ইতিবাচক দিক হল, নীতীশ খেলার সময় পাচ্ছে। ওকে আমরা তৈরি করছি। সব দলেই একজন অলরাউন্ডার দরকার হয়। নীতীশকে দিয়ে সেই ভূমিকা পালন করানোর চেষ্টা করছি। প্রস্তুতি দেখে বলতে পারি, সব ঠিক দিকেই এগোচ্ছে। হার্দিকের মতো ক্রিকেটারকে মিস্ তো করবই। তবে নীতীশের সময় পাওয়াটাও দরকার।”