Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Harmanpreet Kaur

মাথায় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপে পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত হরমনের

শনিবার এশিয়া কাপে ভারতের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দলের প্রস্তুতি এবং ছন্দে খুশি অধিনায়ক হরমন। ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করার কথা জানিয়েছেন। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রাখছেন।

এশিয়া কাপে ভাল করা নিয়ে আত্মবিশ্বাসী হরমন।

এশিয়া কাপে ভাল করা নিয়ে আত্মবিশ্বাসী হরমন। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৫
Share: Save:

পুরুষদের পর এ বার মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টি। শনিবার ভারতের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে তাদের মাটিতেই এক দিনের সিরিজে হারানোর পর আত্মবিশ্বাসী হরমনপ্রীত কৌররা। খাতায় কলমে এই প্রতিযোগিতায় এগিয়ে থেকেই শুরু করবেন হরমনরা। যদিও ভারত অধিনায়ক জানাচ্ছেন, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া তাঁদের আসল লক্ষ্য নয়।

এখনও পর্যন্ত সাত বার হয়েছে মহিলাদের এশিয়া কাপ। ছ’বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শুধু ২০১৮ সালে শেষ বার ফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায় ভারত। এ বার হরমনদের লক্ষ্য কিছুটা আলাদা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই এশিয়া কাপ খেলতে চান হরমনরা। সুবিধা মতো কিছু পরীক্ষা-নিরীক্ষাও করতে পারেন তাঁরা। কব্জির চোট সারিয়ে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার জেমাইমা রডরিগেজ়। হরমন জানিয়েছেন, জেমাইমা খেলার মতো ফিট। নেটে অনুশীলন করছেন। তিনি আসায় ব্যাটিং শক্তি বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও ওপেনার শেফালি বর্মার ছন্দে না থাকা চিন্তায় রেখেছে হরমনকে।

হরমন বলেছেন, ‘‘বিশ্বকাপের আগে আমরা বেশ কিছু টি-টোয়েন্টি ম্যাচ খেলব। যে সব ক্রিকেটার খেলায় যথেষ্ট সুযোগ পায়নি, আশা করি তারা বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের আগে। আমাদের বেশ কয়েকটা বিষয় নিয়ে কাজ করতে হবে। আমরা ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় কয়েক জন ক্রিকেটারকে দেখে নিতে চাই। দলের বোলিং আক্রমণ নিয়েও ভাবতে হবে। কাদের নিয়ে সেরা বোলিং আক্রমণ তৈরি করা যেতে পারে, সেটা ঠিক করে নিতে হবে।’’

শেফালির ছন্দে না থাকা নিয়ে চিন্তিত হরমন সতীর্থের পাশেই দাঁড়াচ্ছেন। হরমন বলেছেন, ‘‘নেটে বেশ ভাল ব্যাটিং করছে শেফালি। অনেক সময় এ রকম হয়। নেটের ছন্দটা ২২ গজে খুঁজে পাওয়া যায় না। এই সময় উইকেটে কিছুটা সময় কাটাতে পারলে লাভ হয়। এশিয়া কাপ ওকে সেই সুযোগ দিতে পারে। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য আমরা ওকে যথেষ্ট সংখ্যক ম্যাচ খেলার সুযোগ দিতে চাই।’’

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের কথাও উঠেছে। ইংল্যান্ড সফরে দলের খেলায় খুশি হরমন। বলেছেন, ‘‘ভাল ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে আমরা ইংল্যান্ডের বিমানে উঠেছিলাম। পরিকল্পনা করে অনুশীলন করেছিলাম। কোনও ইতিহাস তৈরির কথা আমরা ভাবিনি। আসলে আমাদের পরিকল্পনাগুলো বেশ ভাল ছিল এবং কাজে এসেছে। এমন একটা ফলের জন্য আমরা দীর্ঘ দিন অপেক্ষা করেছি। তাই আমরা একদমই বিস্মিত হইনি।’’

এশিয়া কাপে কেমন খেলবে দল? হরমন বলেছেন, ‘‘শেষ দু’মাস আমরা বেশ ভাল ক্রিকেট খেলছি। পরস্পরকে সাহায্য করছি আমরা। ভাল ফলাফলের জন্য সে ভাবেই খেলে যেতে চাই। প্রতিপক্ষের খেলার ভিডিয়ো দেখে আমরা ম্যাচ ধরে ধরে পরিকল্পনা করছি। প্রতিটা দল সম্পর্কে যথেষ্ট তথ্য আমাদের কাছে আছে। আশা করছি ফল ভালই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE