২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপ জিতেছিল ভারত। পর দিনই মহেন্দ্র সিংহ ধোনি ট্রফি নিয়ে ছবি তুলেছিলেন। সেই পোজ় আবার ফিরল বিশ্বকাপে। ফেরালেন হরমনপ্রীত কৌর। তিনিও একই কায়দায় একই জায়গায় ছবি তুললেন বিশ্বকাপের সঙ্গে।
১৪ বছর আগে ধোনির ছক্কায় শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ভারত। শেষ বিশ্বকাপে ট্রফি স্পর্শ করার অনুভূতি পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। পরের দিনই চুলদাড়ি কেটে ফেলেন ধোনি। তার পর মুম্বইয়ের ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র সামনে গিয়ে ছবি তোলেন।
হরমনপ্রীতও ঠিক একই কাজ করেছেন। ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র যে জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছিলেন ধোনি, প্রায় একই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছেন হরমনপ্রীতও। অর্থাৎ ধোনির পোজ় এবং সেই বিশ্বকাপজয়ের স্মৃতি আরও এক বার উস্কে দিয়েছেন ভারতের মহিলা দলের অধিনায়ক।
বিশ্বকাপ জেতার পর হরমনপ্রীত জানিয়েছিলেন, ইংল্যান্ডের কাছে হারের পরই ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু হয়ে গিয়েছিল। হরমনপ্রীত বলেছিলেন, “ইংল্যান্ডের কাছে হার মানতে পারিনি। খুব কষ্ট হয়েছিল। কিন্তু কেউ ভেঙে পড়েনি। কেউ বলেনি, এর পর কী করব। সেই রাতে অনেক কিছু বদলে গিয়েছিল। বলতে পারি, এক রাতে বদলে গিয়েছিল গোটা দল। আমরা ঠিক করে নিয়েছিলাম, আরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামব। জিততেই হবে। সেই মানসিকতা ফাইনাল পর্যন্ত ধরে রাখতে পেরেছি।”
আরও পড়ুন:
পাশাপাশি, মুম্বইয়ে ফাইনাল খেলতে পারবেন এটা ভেবেও খুশি হয়েছিলেন হরমনপ্রীত। বলেছিলেন, “যেই শুনলাম ডিওয়াই পাটিলে সেমিফাইনাল, ফাইনাল হবে, খুব খুশি হয়েছিলাম। কারণ, এখানে উইকেট খুব ভাল। আমরা এই মাঠে ভাল খেলি। পাশাপাশি এখানে সমর্থকেরা মাঠ ভরান। এই সমর্থন আমাদের প্রয়োজন ছিল। তাই বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে খেলা সরে যাওয়ার পর নিজেদের মধ্যে আমরা বলাবলি করতে শুরু করেছিলাম, চ্যাম্পিয়ন হব। মুম্বইয়ে এসে মনে হয়েছিল, ঘরে ফিরলাম।”