Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rahul Dravid

Rahul Dravid: ভেবেছিলাম বল আরও ঘুরবে, বললেন দ্রাবিড়

কোচ হিসেবে প্রথম টেস্ট ম্যাচেই দ্রাবিড়ের মানবিক রূপের সাক্ষী থাকল কানপুর।

অসন্তোষ: টেস্ট শেষে কানপুরের পিচ নিয়ে প্রশ্ন দ্রাবিড়ের।

অসন্তোষ: টেস্ট শেষে কানপুরের পিচ নিয়ে প্রশ্ন দ্রাবিড়ের। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ০৬:৩৫
Share: Save:

অজিঙ্ক রাহানের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেটমহলে। কিন্তু তাঁর পাশে দাঁড়াচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। সোমবার ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে এসে তিনি জানিয়ে দিয়েছেন, রাহানের ছন্দে ফিরতে এক ইনিংস লাগবে। তবে কানপুর টেস্টের ভারতীয় অধিনায়কের ব্যাট থেকে তিনিও রান আশা করেন।

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৩৫ রান করেন রাহানে। দ্বিতীয় ইনিংসে আউট হন চার রানে। শেষ ১২ ম্যাচে ২০-র নীচে ব্যাটিং গড় তাঁর। যা নিয়ে দ্রাবিড় বলেন, ‘‘রাহানের ব্যাটেও রান আশা করি। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। রানে ফিরতেও এক ম্যাচ লাগবে। ভারতের হয়ে এত দিন খেলার পরে রাহানে নিজেও জানে রানে ফিরতে হবে।’’

কোচ হিসেবে প্রথম টেস্ট ম্যাচেই দ্রাবিড়ের মানবিক রূপের সাক্ষী থাকল কানপুর। মাঠকর্মীদের জন্য ব্যক্তিগত ভাবে ৩৫ হাজার টাকা দান করলেন তিনি। তবুও পিচ নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। বলেছেন, ‘‘কানপুরের উইকেট মন্থর হয়। বরাবরই এটা দেখে এসেছি। তবে পঞ্চম দিনে পিচ থেকে আরও বাউন্স ও ঘূর্ণি আশা করেছিলাম। স্পিনারদের বল ব্যাটে লাগলেও ক্যাচ উঠছে না। বোলারদের হাতে বোল্ড ও এলবিডব্লিউ ছাড়া আউট করার কোনও বিকল্পই ছিল না। ভারতীয় পিচে আরও একটু বেশি ঘূর্ণি আশা করি পঞ্চম দিনে।’’

মুম্বই টেস্টে যোগ দিচ্ছেন বিরাট কোহালি। দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয়, কার জায়গায় খেলবেন ভারতীয় অধিনায়ক? বর্তমান কোচের উত্তর, ‘‘আজই টেস্ট শেষ হল। আগামী ম্যাচের একাদশ নিয়ে এখনও আলোচনা হয়নি। তা ছাড়া বিরাট যোগ দিচ্ছে। ওর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করতে হবে। তার পরেই সিদ্ধান্ত নেব।’’ শ্রেয়স আয়ার ও আর অশ্বিনের ছন্দে মুগ্ধ কোচ। বলছিলেন, ‘‘টেস্টের অভিষেকে একজন এতটা দায়িত্ব নিয়ে ব্যাট করেছে, এটা শুধুমাত্র শ্রেয়সের প্রাপ্তি নয়। যে ভাবে ক্রিকেটার তুলে আনা হচ্ছে, সেই পদ্ধতিকেও কুর্নিশ জানাতে হয়।’’ যোগ করেন, ‘‘শ্রেয়সকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ওর ব্যাটিং গড় পঞ্চাশের উপরে। অথচ শেষ তিন বছর লাল বলের ক্রিকেট খেলেনি। তবুও টেস্ট জীবন এ রকম ভাবে শুরু করার স্বপ্ন অনেকে দেখলেও বাস্তবায়িত করতে পারে না।’’ কানপুরে প্রথম টেস্টে ম্যাচের সেরাও বেছে নেওয়া হয় শ্রেয়সকে।

একই দিনে টেস্টে উইকেটসংখ্যায় হরভজন সিংহকে ছাপিয়ে গেলেন আর অশ্বিন। টেস্টে ৪১৭ উইকেট পেয়েছেন হরভজন (১০৩ ম্যাচে)। সোমবার অশ্বিন পৌঁছে গেলেন ৪১৯ উইকেটে। এই মাইলফলকে পৌঁছতে অশ্বিন নিয়েছেন মাত্র ৮০ ম্যাচ। যা নিয়ে দ্রাবিড়ের প্রতিক্রিয়া, ‘‘অসাধারণ প্রাপ্তি। হরভজন খুব ভাল স্পিনার ছিল। ওর সঙ্গে দীর্ঘদিন খেলেছি। কিন্তু মাত্র ৮০ টেস্ট ম্যাচে হরভজনকে ছাপিয়ে যাওয়ার কীর্তি সত্যি অতুলনীয়। ওর মধ্যে যদি ভাল কিছু করার খিদে না থাকত, উন্নতি করার জেদ না থাকত, কখনও এই কীর্তি স্পর্শ করতে পারত না।’’

দ্রাবিড়ের কাছে শেষে জানতে চাওয়া হয়, ভারতীয় দল কি আরও কিছুক্ষণ আগে ইনিংসের সমাপ্তি ঘোষণা করতে পারত? ভারতীয় দলের নতুন কোচ একেবারেই তা মনে করেন না। তাঁর মত, ‘‘বিষয়টা সে ভাবে দেখি না। মাত্র ২ রান প্রতি ওভারের লক্ষ্য নিয়ে খেলা যায় না। আমরা একেবারে ঠিক সময়ই ইনিংসের সমাপ্তি ঘোষণা করেছি। পিচ থেকে আরও কিছুটা সাহায্য পেলে জিতেই ফিরতাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE