বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ফাইনালে অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের সামনে মুর্শিদাবাদ কিংস। শনিবার ইডেনে খেতাবী যুদ্ধে নামবে দুই দল।
প্রথম ম্যাচে লাক্স শ্যাম কলকাতা টাইগার্সকে ১১ রানে হারিয়েছে হাওড়া। শুক্রবার প্রথমে ব্যাট করে হাওড়া তোলে সাত উইকেটে ১৫৬। অভিজ্ঞ ব্যাটসম্যান অরিন্দম ঘোষ ৪৪ বলে ৫৫ রান করেন। ৩০ রান শাকির হাবিব গান্ধীর। ২৩ রান করেন প্রমোদ চাণ্ডিলা। ৩২ রানে তিন উইকেট নিয়েছেন সায়ন ঘোষ।
রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি কলকাতা। কিন্তু ৫৩ বলে ৭০ রান করেও কলকাতাকে জেতাতে পারলেন না আয়ুষকুমার সিংহ।
অন্য ম্যাচে টানা দ্বিতীয় বারের জন্য ফাইনালে উঠল মুর্শিদাবাদ কিংস। ১৪ রানে তারা হারিয়েছেহারবার ডায়মন্ডসকে।
প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ করে ১৭৯-৪। অধিনায়কোচিত ইনিংস খেলেন সুদীপ কুমার ঘরামি। ৪৮ বলে ৭৯ রান করেন তিনি। অগ্নিভ পান করেন ৪০ রান। জবাবে শেষ পর্যন্ত ডায়মন্ডস থামে ১৬৫-৯ স্কোরে।
চন্দ্রহাস দাস ৪০ বলে ৬০ রান করেন। অভিষেক রামনের অবদান ২২ বলে ৩৪। তৌফিক উদ্দিন আহমেদ, বিকাশ সিংহ, নিখিল সিংহ দু’টি করে উইকেট নেন।
অন্য দিকে মেয়েদের লিগে শনিবার ফাইনাল খেলবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স ও সোবিস্কো স্ম্যাশার্স মালদা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)