৯ মার্চ, ২০২৫। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষ বার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু এক দিনের সিরিজ়। ২২৪ দিন পর আবার দেশের জার্সিতে দেখা যাবে রোহিত, কোহলিকে। অস্ট্রেলিয়া সিরিজ়ই তাঁদের শেষ সিরিজ় কি না তা নিয়ে জল্পনা চলছে। সেই কারণেই কি এই সিরিজ়ের উন্মাদনা বাড়ছে। জানা গিয়েছে, ১৩ দিন আগেই সিরিজ়ের টিকিট বিক্রি প্রায় শেষ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ইতিমধ্যেই এই আট ম্যাচের ১ লক্ষ ৭৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর বাকি রয়েছে মাত্র ৩০ হাজার টিকিট। সিডনি ও অ্যাডিলেডে এক দিনের ম্যাচের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পার্থে সামান্য টিকিট পড়ে রয়েছে।
অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে রোহিতকে এক দিনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে। এই সিদ্ধান্ত থেকে ইঙ্গিত, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের জন্য রোহিত, কোহলির কথা ভাবছে না ভারতীয় ম্যানেজমেন্ট। তেমনটাই যদি হয়, তা হলে অস্ট্রেলিয়া সিরিজ় শেষে ভারতের দুই সিনিয়র ক্রিকেটার অবসর নিয়ে নিতে পারেন। তা হলে দেশের জার্সিতে আর দেখা যাবে না তাঁদের। সেই কারণেই হয়তো এখন থেকেই এই সিরিজ়ের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
এক দিনের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ়ের টিকিট বিক্রিও প্রায় শেষ। কিন্তু সেখানে তো আর রোহিত, কোহলি খেলবেন না। তা হলে কেন এত উন্মাদনা? তার দু’টি কারণ রয়েছে। এক, ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। আইসিসি ক্রমতালিকায় এক নম্বর দল। তাই তাদের দেখতে উন্মাদনা বাড়ছে। দুই, অভিষেক শর্মা অল্প দিনেই টি-টোয়েন্টিতে ঝড় তুলেছেন। এই প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলবেন তিনি। তাই তাঁকে দেখতে ভিড় জমাবেন ক্রিকেটপ্রেমীরা।
মেলবোর্নের মতো মাঠে তিন সপ্তাহ আগে টিকিট বিক্রি হয়ে গিয়েছে। অস্ট্রেলিয়ায় যে ভারতীয়েরা থাকেন তাঁদের ৩৬ শতাংশ এই শহরে থাকেন। সেই কারণ, মেলবোর্নে প্রচুর ভারতীয়ের দেখা মেলে। ৩১ অক্টোবরও হয়তো সেটাই দেখা যাবে। মেলবোর্নের দখল যাবে ভারতের হাতে।