ভারত-পাকিস্তান ম্যাচ মানে এখন শুধু আর মাঠের মধ্যে খেলা নয়, মাঠের বাইরেও লড়াই। দু’দেশ ক্রিকেট মাঠে নামলে অবধারিত ভাবে আলোচনায় উঠে আসে ‘অপারেশন সিঁদুর’, সার্জিক্যাল স্ট্রাইক, যুদ্ধবিমান ধ্বংস। রবিবার মহিলাদের এক দিনের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত। এই জয়ের পর আবার এসেছে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ। সেই প্রসঙ্গের অবতারণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রবিবার ভারতের জয়ের পর নিজের এক্স হ্যান্ডলে ভারতীয় দলের উল্লাসের কয়েকটি ছবি দেন শাহ। ক্যাপশনে লেখেন, “একটা পারফেক্ট স্ট্রাইক। মহিলাদের বিশ্বকাপে আমাদের মহিলা ক্রিকেট দল আরও এক বার দাপট দেখাল। দেশ তোমাদের নিয়ে গর্বিত। আগামী ম্যাচের জন্য শুভেচ্ছা।”
শাহের এই টুইট দেখে মনে পড়ে যাচ্ছে ভারত এশিয়া কাপ জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সেই টুইট। সেখানে তিনি লিখেছিলেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল এক। ভারতের জয়। আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা।” হরমনপ্রীতেরা জেতার পর মোদী টুইট করেননি। করেছেন তাঁর ডেপুটি শাহ।
আরও পড়ুন:
সূর্যকুমার যাদবদের জয়ের পর মোদী সরাসরি ‘অপারেশন সিঁদুর’-এর উল্লেখ করেছিলেন। শাহ সেটা করেননি। তবে তিনি সরাসরি না বললেও তাঁর ‘পারফেক্ট স্ট্রাইক’ যে আসলে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ তা সহজেই বোঝা যায়। উরির সেনা ছাওনিতে জঙ্গি হামলার পর পাকিস্তানে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করা হয়েছিল বলে জানিয়েছিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারতীয় সেনার কর্তারাও তা বার বার ‘পারফেক্ট স্ট্রাইক’, ‘প্রিসিশন স্ট্রাইক’— এই জাতীয় কথা বলেছেন। সেই সুরই তো দেখা গেল শাহের কথায়।
বোঝা যাচ্ছে, ভারত-পাকিস্তান উত্তাপ এখন আর শুধু পুরুষদের ক্রিকেটেই সীমাবদ্ধ নেই। তা মহিলাদের ক্রিকেটেও ছড়িয়ে পড়েছে। সেই জন্যই তো ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল সূর্যের ভিডিয়ো চালাচ্ছে। সেখানে তিনি বলছেন, মহিলাদের এক দিনের ক্রিকেটে ১১-০ ব্যবধানে এগিয়ে ভারত। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? কোনও লড়াই নেই। একদম একপেশে। টসের সময় পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার সঙ্গে হাত মেলাচ্ছেন না হরমনপ্রীত। ম্যাচ শেষেও হাত মেলানো বন্ধ। ঠিক যেমনটা করেছিল পুরুষদের দল। তেমনটাই করেছেন মহিলারা। এমন ভাব দেখিয়েছেন, খেলতে হচ্ছে বলে খেলছেন। জিতছেন। তার বাইরে কোনও কথা নেই। আর সেই উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছেন মোদী, শাহেরা। বার বার ফিরে আসছে লড়াই। ক্রিকেটের বাইরে, মাঠের বাইরের এক লড়াই।