২০১৬ সালের পরে পাঁচ বছরের ব্যবধানে হয়েছে টি২০ বিশ্বকাপ। সেই ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। কিছু দিন আগেই সূচি প্রকাশ করে তারা জানিয়েছে, ২০৩১ সাল পর্যন্ত দু’বছর অন্তর কুড়ি-বিশের বিশ্বকাপ হবে। কেন সেই সিদ্ধান্ত তারা নিয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
সংবাদ সংস্থা পিটিআই-কে আইসিসি-র সিইও জিওফ অ্যালার্ডিস বলেন, ‘‘আলাদা আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা প্রতিযোগিতা হবে। দু’বছর অন্তর অন্তর টি২০ বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রিকেটের আরও উন্নতি হয়। কারণ টি২০ বিশ্বকাপে অনেক বেশি দেশ অংশ নেয়। ফলে বিশ্ব জুড়ে ক্রিকেটের বিস্তার আরও বেশি হবে।’’