মহিলাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারিয়ে দিয়েছে ভারত। তবু পাকিস্তানের মন জিতে নিলেন হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা। সেই মন জেতার ভিডিয়ো এখন ভাইরাল।
ম্যাচ জেতার পরে দেখা যায় পাকিস্তান অধিনায়ক বিসমা মারুফকে ঘিরে ধরেছেন হরমনপ্রীত, রিচা-সহ ভারতীয় দলের অনেকে। বিসমাকে নিয়ে তাঁদের আগ্রহ নেই। যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু পাকিস্তান অধিনায়কের কোলে থাকা তাঁরই মেয়ে ফতিমা। সেই খুদেকে ঘিরে মাতেন ভারতীয় ক্রিকেটাররা। হরমনপ্রীত নিজস্বীও তোলেন।
Match day! Our women are at Bay Oval for #PAKvIND #TeamPakistan #CWC22 #BackOurGirls pic.twitter.com/eiWbsOQuac
— Pakistan Cricket (@TheRealPCB) March 5, 2022
তার আগেই অবশ্য বিসমা এবং ফতিমার ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পাকিসতান দলের বাস থেকে মেয়েকে কোলে নিয়ে নামছেন বিসমা। সঙ্গে নিজের মালপত্তরও রয়েছে।
সেই ছবি নেট মাধ্যমে পোস্ট করে বিসমা লেখেন, ‘আবার বিশ্বকাপে খেলতে পারা সত্যিই আলাদা অনুভূতি। আমি একটু আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আমার মা এবং মেয়ে, দু’জনেই এখানে রয়েছে। এটা আমার কাছে বিশেষ মুহূর্ত।’