আইপিএলে খেলেন না আইসল্যান্ডের কোনও ক্রিকেটার। বিশ্বের ক্রিকেট মানচিত্রে বিশেষ জায়গা নেই তাঁদের। অথচ সেই ছোট্ট দেশের ক্রিকেট বোর্ডই খোঁচা মারল ঋষভ পন্থকে। আইপিএলের ‘ফ্রড’ একাদশের অধিনায়ক করা হয়েছে তাঁকে। তালিকায় জায়গা পেয়েছেন আরও ১১ জন ক্রিকেটার।
সমাজমাধ্যমে একটি পোস্ট করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। সেখানে লেখা, “একটা বৃষ্টির দিনে আমরা আপনাদের সামনে আইপিএলের ফ্রড একাদশের নাম জানাচ্ছি। তারা হল— রাহুল ত্রিপাঠী, রাচিন রবীন্দ্র, ঈশান কিশন, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেঙ্কটেশ আয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, লিয়াম লিভিংস্টোন, দীপক হুডা, রবিচন্দ্রন অশ্বিন, মাথিশা পাথিরানা, মহম্মদ শামি।” ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় মুকেশ কুমারকে রাখলেও তারা জানিয়েছে, তিনি কোনও ইমপ্যাক্ট বা প্রভাব ফেলতে পারেননি।
এ বারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি ২৭ কোটি টাকায় পন্থকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। তাঁকে অধিনায়ক করেছিলেন দলের মালিক সঞ্জীব গোয়েন্কা। কিন্তু এ বার ব্যাট হাতে একেবারে ব্যর্থ পন্থ। ১১টি ম্যাচে ১২৮ রান করেছেন তিনি। ১২.৮০ গড় ও ৯৯.২২ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। এই ১২৮ রানের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে ৬৩ রান করেছেন তিনি। নইলে ছবিটা আরও খারাপ হত। কমলা টুপির তালিকায় ৬০ নম্বরে রয়েছেন পন্থ। প্রথম ৬০ জনের মধ্যে তিনিই একমাত্র যাঁর স্ট্রাইক রেট ১০০-র নীচে। সেই কারণেই তাঁকে ‘ফ্রড’ একাদশের অধিনায়ক করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন:
বাকি যে ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে তাঁরাও এ বারের প্রতিযোগিতায় নজর কাড়তে পারেননি। অথচ তাঁদের পিছনে বড় অর্থ খরচ করতে হয়েছে দলগুলিকে। তবে এই তালিকায় থাকা মুকেশকে নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি ১০টি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। একটি ম্যাচে সেরার পুরস্কারও পেয়েছেন। এ বার মূলত ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হয়েছে তাঁকে। সব ম্যাচে চার ওভার বল করার সুযোগই পাননি তিনি। তাঁর থেকেও খারাপ খেলেছেন অনেক বোলার। তাই তাঁকে এই তালিকায় না-ও রাখতে পারত আইসল্যান্ড ক্রিকেট বোর্ড।