Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Inzamam-Ul-Haq

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তানের ব্যাটিং দেখে উদ্বিগ্ন ইনজ়ামাম

এশিয়া কাপ বা ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থতা বাবরদের মাথায় না রাখার পরামর্শ দিয়েছেন ইনজ়ামাম। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে, নতুন প্রতিযোগিতা নতুন ভাবে শুরু করা উচিত।

বাবর-রিজ়ওয়ান ছাড়া কাউকে ভরসা করতে পারছেন না ইনজ়ামাম।

বাবর-রিজ়ওয়ান ছাড়া কাউকে ভরসা করতে পারছেন না ইনজ়ামাম। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ১৪:৩৯
Share: Save:

পাকিস্তানের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছেই। এশিয়া কাপে ফাইনালে হার, ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ় হারের পর বাবর আজমদের পারফরম্যান্স নিয়ে ওয়াসিম আক্রম, শোয়েব আখতাররা আগেই সরব হয়েছেন। এ বার মুখ খুললেন পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক ইনজ়ামাম উল হক।

পাকিস্তান দল থেকে বাবর এবং মহম্মদ রিজ়ওয়ানকে সরিয়ে নিলে ব্যাটিং বলে কিছু থাকবে না বলেই মত ইনজ়ামামের। পাকিস্তানের প্রাক্তন প্রধান নির্বাচক ইনজ়ামাম বলেছেন, ‘‘বাবর আর রিজ়ওয়ানকে বাদ দিলে আমাদের কোনও ব্যাটারই খেলতে পারছে না।’’

পাকিস্তান এখন নিউজ়িল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ় খেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে। প্রথম দু’টি ম্যাচেই জয় পেয়েছেন বাবররা। তার পরেই নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের ব্যাটিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইনজ়ামাম। তিনি বলেছেন, ‘‘ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের অনেক উন্নতি করতে হবে। ছেলেরা নিউজ়িল্যান্ডে ভালই খেলছে। ওদের উচিত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের কথা ভুলে যাওয়া। এশিয়া কাপও এখন অতীত। সেগুলো নিয়ে এখন আর ভাবার দরকার নেই। নতুন প্রতিযোগিতায় নতুন ভাবে শুরু করেছে দল। সাম্প্রতিক অতীতের স্মৃতি ভাল বা খারাপ যেমনই হোক মনে রাখার দরকার নেই।’’

ভিডিয়োতে ইনজ়ামাম আরও বলেছেন, ‘‘মিডল অর্ডার ব্যাটারদের ১৫০ স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করা দরকার। ওরা যদি ২৫ রানও করে, তা হলেও ১৫০ স্ট্রাইক রেট বজায় রাখতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE