মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে নেমেছেন রোহিত শর্মা। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বেশ বেকায়দায় তাঁর দল। ব্যাটার হিসাবে রোহিত নিজেও ব্যর্থ। তবে জম্মু-কাশ্মীরকে ২০৫ রানের লক্ষ্য দিয়ে বল করতে নামার আগে মুম্বইকে উদ্বুদ্ধ করতে দেখা গেল ভারত অধিনায়ককে। মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানের জায়গায় তাঁকে দেখা গেল এই কাজ করতে।
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৯ বলে ৩ রান করেছিলেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ৩৫ বলে ২৮ রান করেছিলেন তিনি। তৃতীয় দিন মুম্বইয়ে দেখা গেল রোহিতকে ‘পেপ টক’ দিতে। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত। কিন্তু রঞ্জিতে তিনি শুধু ব্যাটার হিসাবেই খেলছেন। গত মরসুমে রঞ্জি জিতেছিল মুম্বই। সেই দলের অধিনায়ক ছিলেন রাহানে। কিন্তু এ বারের রঞ্জিতে গ্রুপ পর্বে বেশ চাপে মুম্বই। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে জিততে না পারলে নক-আউটে ওঠা কঠিন হবে তাদের পক্ষে।
আরও পড়ুন:
১০ বছর পর রঞ্জি খেলতে নেমেছেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পাওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলতে নেমেছেন তিনি। আশা ছিল রঞ্জিতে রানে ফিরবেন। কিন্তু রোহিত দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন। শুধু রোহিত নন, যশস্বী জয়সওয়ালও মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলছেন। তিনিও রান পাননি। প্রথম ইনিংসে ৪ রান করেছিলেন, দ্বিতীয় ইনিংসে করেন ২৬ রান।
মুম্বইকে লড়াইয়ে রেখেছিলেন শার্দূল ঠাকুর। তিনি ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। শার্দূল প্রথম ইনিংসে ৫৭ বলে ৫১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৩৫ বলে ১১৯ রান করেন। তাঁর জন্যই মুম্বই ২০৫ রানের লক্ষ্য দিতে পেরেছিল জম্মু-কাশ্মীরকে।