ইংল্যান্ডের মাটিতে ওপেন করতে নেমে রান পেল না বৈভব সূর্যবংশী। তবু ইংল্যান্ডের ইয়ং লায়ন্স ইনভাইটেশনাল একাদশের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ৫০ ওভারে করল ৯ উইকেটে ৪৪৪ রান। ন’নম্বরে ব্যাট করতে নেমে ৫২ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলে নজর কাড়ল হরবংশ পাঙ্গালিয়া।
ইংল্যান্ডের জুনিয়র ক্রিকেটারদের বিরুদ্ধে প্রত্যাশা মতো ব্যাট করতে পারল না গত আইপিএলের চমক বৈভব। ১৪ বছরের ব্যাটার ১৩ বলে ১৭ রান। অন্য ওপেনার এবং অধিনায়ক আয়ূষ মাত্রেও (১) রান পেলেন না। বিহান মলহোত্র (৩৯), মৌল্যরাজসিংহ চাভাদা (২৩), অভিজ্ঞান কুন্ডুরা (৬) বড় রান পাননি। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ূষের দল।
চাপের মুখে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন ছ’নম্বরে নামা রাহুল কুমার (৬৩ বলে ৭৫) এবং সাত নম্বরে নামা কণিষ্ক চৌহান (৬৪ বলে ৭৯)। তাঁদের ষষ্ঠ উইকেটের জুটিতে ওঠে ১৪১ রান। এর পর আট নম্বরে নেমে আরএস অম্বরিশ করেন ৪৭ বলে ৭২। ৬টি ছয় এবং ৪টি ছক্কা মারেন। তাঁর সঙ্গে যোগ দেন ন’নম্বরে নামা হরবংশ।৮টি চার এবং ৯টি ছক্কা মারেন তিনি। অষ্টম উইকেটের জুটিতে ওঠে ১৪৪ রান।
আরও পড়ুন:
ইংল্যান্ডের দলটির হয়ে বল করেন ১০ জন। সফলতম বোলার মানি লুমসডেন ১০২ রান খরচ করে ৪ উইকেট নেন। এ ছাড়া ম্যাথু ফিরব্যাঙ্কের ৩ উইকেট ৬৬ রানের বিনিময়ে।